বিজেপির সভা চলাকালীন আটকে পড়ল অ্যাম্বুলেন্স
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার রাস্তার উপর বিজেপির সভার মঞ্চে বক্তব্য রাখছিলেন রাজ্য সভাপতি তথা এমপি দিলীপ ঘোষ।সেই মুহূর্তে একটু এম্বুলেন্স ঢুকে যায় সভায়।
রাজ্য সভাপতি তা দেখে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন।
তিনি নিজের ভাষণ বন্ধ করে বলতে শুরু করেন,”ওটা কে ওই দিক থেকে ঘোরান।যাওয়ার জায়গা নেই।ওকে ফিরে যেতে বলুন।যাওয়া যাবেনা বসে আছে লোক ডিস্টাব হয়ে যাবে।পেছন দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে পাঠান।অনেক রাস্তা আছে।ও জানা সত্বেও এই রাস্তায় এসেছে কেনো?এদিকে ১০ হাজার লোক বসে আছে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে।ইচ্ছা করে করছে এসব।আর কৃষ্ণনগরে রাস্তা নেই?নাটক করা হচ্ছে এসব।”
এর পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন ,’যারা হেরে যায় তারা খেলাটা ভেস্তে দেয়।দিদিমণি হেরে গেছেন তাই সব জায়গা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন’।
কিন্তু অ্যাম্বুলেন্স যে জরুরী পরিষেবা সেটা কি দিলীপ ঘোষ জানেন না? না আবার সংবাদের হেডলাইনে নিজের নাম দেখার ইচ্ছে হচ্ছে এমনি অভিযোগ করছে জনগণ।
যে বিজেপি মানুষের পাশে থাকার বার্তা দেন তারা এই রকম কাজ কি ভাবে করতে পারেন আর তা নিয়েই উঠছে প্রশ্ন।কেনো অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হল না জানতে চায় জনগণ। উত্তর কি আদৌ দেবে পদ্ম শিবির ? অবশ্য তা সময় বলবে।
এই ঘটনা দেখে অনেকেই বলছেন কাজ টা ঠিক হয়নি।শুধু তাই নয় বিজেপি যে চিন্তায় রয়েছে এই ঘটনাই হল তার প্রমাণ। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাতে শুরু করেছেন অনেকেই। তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির।অভিযোগ মঞ্চে দাঁড়িয়ে হুমকির সুরে অ্যাম্বুলেন্সকে যেতে বাধা দিলেন।তা দেখে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ এমনি সূত্রের খবর।