ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশে থাকা মন্ত্রীরা তৈরি বিজেপি ছাড়তে: অভিষেক
বঙ্গে বাবুল-সুনীল জোড়া ধাক্কায় হতাশ বিজেপি
দ্য কোয়ারি ডেস্ক: চাইলে এক মাসের মধ্যে ত্রিপুরায় বিজেপি জোট সরকারকে ফেলে দিতে পারি। তবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে। একটি নির্বাচিত সরকার চলছে তার মেয়াদ পূর্ণ হলেই নির্বাচনে ত্রিপুরাবাসী বিজেপিকে সরিয়ে দেবেন। আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানালেন তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকবাবু আরও জানান, বিজেপির নেতা মন্ত্রীরা দলত্যাগের সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁদের সঙ্গে কলকাতায় আলোচনা হয়েছে। ফোন করে অনেকেই যোগাযোগ করেছেন।
তৃণমূল সাধারণ সম্পাদকের এমন দাবির পর ত্রিপুরা প্রদেশ বিজেপি মহল সরগরম। একইসাথে পশ্চিমবঙ্গ বিজেপি সরগরম। মুখ খুলতে না চাইলেও অনেকে ইঙ্গিতে স্বীকার করছেন দুই রাজ্যেই বিজেপির নেতৃত্বে ধস নামতে চলেছে। তাঁদের কয়েকজনের বক্তব্য, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র দলত্যাগ ও রাজনীতি ত্যাগের ফেসবুক পোস্ট একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতময় পদক্ষেপ।
এদিকে আগরতলায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার সরকাকপক্ষের বিধায়কদের দলত্যাগ নিয়ে বিস্ফোরক, তখনই আরও ধাক্কা লাগল বঙ্গ বিজেপিতে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডল। তিনি বলেছেন তৃণমূলেই ছিলাম তৃণমূলেই আছি। যদিও তিনি শুভেন্দু অধিকারী সঙ্গে টিএমসি ছেড়েছিলেন।
বাম জমানার ফরওয়ার্ড ব্লক এমপি নেতা সুনীলবাবু তৃ়নমূল জমানায় মমতার দলে পরে বিধানসভা ভোটের আগে দলত্যাগ ফের এখন টিএমসিতে ফিরবেন বলেই জানালেন।