রাজ্য বিজেপি কার্যালয়ে বিরোধী দলের তকমা হারানোর ‘ভয়’

দ্য কোয়ারি ডেস্ক: বাবুল সুপ্রিয় এখন তৃণমূলী তাহলে বাকি আর কারা? প্রবল ভয় রাজ্য বিজেপি দফতরে। সূত্রের খবর, দু ডজন বিধায়ক সবুজ সংকেত দিয়েছেন তৃণমূলে চলে যাওয়ার। এতেই আশঙ্কা বিজেপির, কারণ রাজ্যে বিরোধী দলের তকমা হারাতে পারে।

বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সাম্প্রতিক মন্তব্য এমন-ভয়ঙ্কর খেলা খেলবেন মমতা ব্যানার্জি। সেই ‘খেলা’ বিজেপি দফতরে নদীর পাড় ভাঙনের মতো পরিস্থিতি তৈরি করবে বলেই দলেরই একাংশ নেতার ধারণা।

অমরিন্দর সিংয়ের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে সিধু ও সুনীল জাখর

কতজন বিজেপি বিধায়ক সাংসদ যেতে পারেন তৃণমূলে? সূত্রের খবর, অন্তত ২৪ জন যাচ্ছেন।এই সংখ্যা মিলে গেলে রাজ্য বিজেপি বিরোধী দলের তকমা হারাচ্ছে।

ভোটের পর থেকে একাধিক বিজেপি নেতা নীরব। এই নীরবতা আরও আশঙ্কার বলে মনে করছেন রাজ্য বিজেপির ক্রাইসিস ম্যানেজাররা। কোনওভাবেই আর ভাঙন আটকানো সম্ভব নয়। অনেক বিজেপি নেতার দাবি, বিজয়ার পরে টিএমসি প্যাঁচে বিজেপি দফতরে বাতি দেওয়ার লোক থাকবে না।

সম্পর্কিত পোস্ট