গুড় বাতাসা বিলিতে প্রতিবাদ প্রহসন হয়ে গেল না তো!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই বিরোধীরা গুড় বাতাসা, নকুল দানা বিলি শুরু করে। তবে বিজেপির উৎসাহ ও উদ্যোগ ছিল দেখার মতো। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্রিমিত্রা পল নিজের হাতে গুড় বাতাসা বিলির পর চরাম চরাম করে ঢাক বাজান।
আসলে বিতর্কিত মন্তব্যে সিদ্ধস্ত অনুব্রত অতীতে বেশ কয়েকবার নির্বাচনকে কেন্দ্র করে গুড় বাতাসা বিলি, নকুলদানা খাওয়ানোর মতো কথা বলেছিলেন। তিনি গ্রেফতার হতে সেই বিষয়ে মনে করিয়ে দিয়েই বিজেপির এত লম্পঝম্প।
অনুব্রতর গ্রেফতারিকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী জনমতকে পুরোপুরি নিজেদের দিকে টেনে নেওয়ার জন্য নানান কৌশল খাটাতে শুরু করেছে। তারই অঙ্গ ছিল ওই গুড় বাতাসা, নকুল দানা বিলি। যেহেতু কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তৃণমূলের নেতাকে গ্রেফতার করেছে, তাই বিজেপি এই ঘটনার প্রকৃতিত্ব নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। আর তা করতে গিয়ে প্রতিবাদের সুরটা কোথাও লঘু হয়ে গেল না তো?
ভয়ে নাকি দায় ঝেড়ে ফেলার খেলা? কেষ্ট গ্রেফতার হতেই শুনশান বোলপুরের নিচুপট্টি
অনুব্রত মণ্ডল দুর্নীতি করেছেন কিনা, তিনি সত্যিই গরু পাচারের সঙ্গে যুক্ত কিনা এই সব কিছুর উত্তর সময় দেবে। কারণ বিষয়টি এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ ও বিচারাধীন। তবে স্বাভাবিকভাবেই এমন ইস্যুতে কাউকে গ্রেফতার করা হলে মানুষজনের আক্রোশ সংশ্লিষ্ট ব্যক্তির উপর আছড়ে পড়ে।
কিন্তু গুড় বাতাসে, নকুল দানা বিলির মতো ঘটনায় সেই আক্রোশ মজা বা সোশ্যাল মিডিয়ার ভাষায় মিমে পরিণত হল না তো? এমনিতেই আমজনতা এখন শত অন্যায় দেখলেও সহজে এগিয়ে আসে না। এই পরিস্থিতিতে অভিযুক্তের ধরা পড়া নিয়ে মজা করতে গিয়ে মূল বিষয়টাই যদি হালকা হয়ে যায় তবে তা সমাজের পক্ষে ক্ষতিকারক।
বিজেপি রাজনৈতিক ফায়দা পেতে গিয়ে কোথাও বিষয়টিকে অত্যধিক হালকা করে দিয়ে ফেলল কিনা এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।