বেলডাঙায় থমকে বিজেপির পরিবর্তনের রথ, রুট পরিবর্তনে অনড় নেতৃত্বরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই যুক্তি খাড়া করে মুর্শিদাবাদের বেলডাঙায় বিজেপির রথ আটকে দিল স্থানীয় প্রশাসন। আজ তৃতীয় দিনে পড়েছিল বিজেপির রথযাত্রা। বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের সামনে আটকে দেয় পুলিশ।

এর পরেই গোটা এলাকা জুড়ে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে শুরু হয় বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। রাস্তায় বসে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

নির্দিষ্ট রূটে এই রথ গেলে অবনতি হতে পারে আইন-শৃঙ্খলার। তাই বিকল্প রুটে এই রথ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন। বিজেপি নেতাদের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয় কোনমতেই তারা নির্ধারিত রুট পরিবর্তন করবেন না।

এক বিজেপি নেতার কথায়, ১৫ দিন আগে নির্ধারিত রুটের অনুমতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। আচমকা কেন তা পরিবর্তনের প্রশ্ন উঠছে?

বিজেপির সূত্রে খবর রবিবার রাতে বিজেপির পরিবর্তন রথ ছিল বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সঙ্ঘে। সকাল থেকেই সেই রথ নওদা ও হরিহরপাড়া হয়ে বহরমপুরে যাওয়ার কথা।

সোমবার সকাল হতেই পুলিশ ব্যারিকেড করে জানিয়ে দেয় NH-34 ধরেই রথ এগিয়ে নিয়ে যেতে পারবে বিজেপি নেতৃত্বরা। এছাড়া অন্য কোন পথে অনুমতি দেওয়া হবে না।

প্রশাসনের তরফে আরও জানানো হয় সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে রথযাত্রা করা হবে।

এমএসপি ছিল, আছে, থাকবে, সংসদে দাঁড়িয়ে কৃষকদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

এখনো পর্যন্ত বেলডাঙ্গা আমতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল রয়েছেন বিজেপি নেতা কর্মীরা। মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, নির্ধারিত রুটে রথ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি যতক্ষণ প্রশাসন না দেবে ততক্ষণ অবরোধ চলবে।

পাল্টা শাসক দলকে নিশানা করে তিনি বলেন। এটা তৃণমূলের কারসাজি পুলিশ তৃণমূল নেতাদের কথায় চলছে। যদিও শাসক শিবিরের পক্ষে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য ২০১৯ এর লোকসভা নির্বাচনে রথযাত্রা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে ২০২১ এর নির্বাচনে সেই চিত্রের খানিক পরিবর্তন ঘটেছে। শনিবার নবদ্বীপ থেকে জেপি নাড্ডা পরিবর্তন যাত্রার সূচনা করেন।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

সম্পর্কিত পোস্ট