বাংলায় কোভিড বৃদ্ধির জেরে মমতার কাঠগড়ায় বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় কোভিডের বাড়বাড়ন্তের জন্য এবার বিজেপিকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের সন্ধ্যায় রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমেকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন বাংলায় কোভিডের বাড়বাড়ন্তের জন্য বিজেপিই দায়ী। বাইরে থেকে তাঁরা লোক নিয়ে এসে সভা ভরানোর পাশাপাশি রাজ্যে কোভিড ছড়াচ্ছে।

মমতার কথায়, এখানে একজন নেতা প্রচার করতে আসছেন ভিন্ন রাজ্য থেকে বিজেপির হয়ে, তার সঙ্গে দেখা যাচ্ছে একশজন লোক শুধু তাঁর নিরাপত্তার দেখভাল করতে আসছেন। এরা কয়জন কোভিড টেস্ট করিয়ে আসছেন? প্রধানমন্ত্রীর সভার জন্য হাজার হাজার লোক আনা হচ্ছে নিয়ম করে প্রতিটি সভাতে।

তাঁর মতে, যাদের আনা হচ্ছে তাদের কয়জনের কোভিড টেস্ট করানো হচ্ছে? প্রধানমন্ত্রীর সভার হ্যাঙ্গার টাঙ্গানোর জন্যও ১০০-১৫০ লোকের দরকার হচ্ছে। এদের কোভিড টেস্ট কি তুলে ধরা হচ্ছে? কার্যত এইভাবেই এদিন বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া সাফ জানিয়েছেন, কেন্দ্র সরকারের তো আগে থেকেই কোভিড নিয়ে সতর্ক হওয়া উচিত ছিল। সেটা কী করা হয়েছে? ভিন্ন রাজ্য থেকে গাদা গাদা নেতা ভিড় করছে বাংলায়। ভিন্ন রাজ্য থেকে হাজার হাজার বহিরাগতকে নিত্যদিন এ রাজ্যে আনা হচ্ছে। তাঁদের হাত ধরেই যে কোভিড বেশি করে ছাড়াচ্ছে না তার গ্যারেন্টি কে দেবে? কেন এত বহিরাগতকে আনা হচ্ছে? কেন বাইরের নেতারাই বার বার এই রাজ্যে সভা করতে আসছেন?

শীতলকুচির ঘটনায় সিবিআই চেয়ে হাইকোর্টে অধীর

তৃণমূল নেত্রীর কথায়,  একজন নেতার জন্য দেখা যাচ্ছে ১০০ গাড়ির কনভয়। তার মধ্যে অর্ধেক গাড়িই তাঁর নিরাপত্তার জন্য। এত লোক কেন আসছে? বিজেপি কী বাংলায় কোভিড ছড়াচ্ছে না? ভোট শুরুর সময় যে সব বিধি কমিশন জানিয়েছিল তার সব কিছু আমরা মানলেও অন্যরা মানছে না। ইচ্ছাকৃত ভাবে বিধি মানছে না বিজেপি। তার জেরেই কোভিড বাড়ছে বাংলায়।

মমতার প্রশ্ন, কেন্দ্র সরকার কী করছে? আমাদের টিকা কিনতে দিচ্ছে না। নিজেরা টিকা পাঠাতে পারছে না। প্রধানমন্ত্রী কিছুই শুনছেন না। আমাদেরও তো একটা মত আছে। তার কোনটা শোনা হচ্ছে, কোনটা মানা হচ্ছে? দেশে কোভিডের বাড় বৃদ্ধির জন্য বিজেপিই দায়ী। কেন্দ্রের সরকারই দায়ী।

সম্পর্কিত পোস্ট