ত্রিপুরা: “মানিক সরকারের চামড়া গুটিয়ে নেব আমরা”, হুমকি মিছিলে অভিযুক্ত BJP

দেশের সব থেকে গরিব ও সততার সরকার চালানোর সুখ্যাতি পান মানিকবাবু

দ্য কোয়ারি ডেস্ক: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মানিক সরকারের বিরুদ্ধে কুরুচিকর স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগ উঠল শাসক বিজেপির বিরুদ্ধে।

একটি ভিডিও ভাইরাল হয়েছে ত্রিপুরায়। তাতে দেখা যাচ্ছে দলবেঁধে বিজেপি সমর্থকরা মানিকবাবুর বিরুদ্ধে হুমকি দিয়ে মিছিল করছে। মিছিল থেকে ঘনঘন স্লোগান উঠছে, “মানিক সরকারের চামড়া গুটিয়ে নেব আমরা”।

মিছিল থেকে একইসঙ্গে স্লোগান দেওয়া হয়, “তৃণমূলের চামড়া গুটিয়ে নেব আমরা”। উত্তেজিত হয়ে মিছিলকারীরা পরপর স্লোগান দেন। যদিও এই ভিডিও www.thequiry.com যাচাই করেনি। এই ভিডিওটি ত্রিপুরা ছাড়িয়ে গোটা দেশে ভাইরাল।

মানিক সরকার ত্রিপুরার টানা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। সিপিআইএম পলিটব্যুরো সদস্য তিনি। দেশের সবথেকে গরিব ও সততার সঙ্গে সরকার চালানোর জন্য তাঁর সুখ্যাতি করে খোদ বিজেপি।  ফলে এই হুমকি মিছিলের ভিডিওতে প্রবল অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নীরব থাকায় সমালোচনার ঝড় উঠেছে।

গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার ক্ষমতা হারায়। সরকার গড়ে বিজেপি আইপিএফটি জোট। বিরোধী সিপিআইএমের অভিযোগ, ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে লাগামছাড়া সন্ত্রাস চলছে।

সম্প্রতি রাজ্যের খোয়াই ও ধলাইয়ে বিজেপির হামলা তীব্র হয় বলে বিরোধী দলের অভিযোগ। তবে সিপিআইএম সমর্থকরা প্রত্যাঘাতে যাচ্ছেন বলে বেশকিছু বাম নেতার দাবি। খোয়াইয়ে সিপিআইএমের সমর্থকরা হামলাকারীদের উপর পাল্টা চড়াও হয়। এতে জখম হয় কয়েকজন। তারা নিজেদের বিজেপি সমর্থক বলে পরিচয় দেয় হাসপাতালে। রাজনৈতিক সংঘর্ষ আগামী দিনে আরও বাড়বে বলেই আশঙ্কা।

রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নতুন করে শুরুর পরেই বিক্ষিপ্ত হামলায় টিএমসির নেতারা জখম হন। বেশিরভাগই পশ্চিমবঙ্গের যুব নেতা। এমনকি টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আক্রান্ত হয়। আক্রান্ত হন ত্রিপুরার টিএমসি নেতা সুবল ভৌমিক।

তৃণমূল ত্যাগী বিধায়কদের নিয়ে গত বিধানসভা ভোটের আগে বিজেপি দল ভারি করেছিল। সেই বিধায়কদের বেশিরভাগই টিএমসিতে ফিরতে চান বলে গুঞ্জন।

সম্পর্কিত পোস্ট