গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত ত্রিপুরায় দূর্বল হচ্ছে বিজেপি, ঘর গোছাচ্ছে বাম-তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আগরতলার রাজনৈতিক মহলের গুঞ্জন যে আসলেই বড়সড় ধসের ইঙ্গিত সেটা বলে দিচ্ছে বিপ্লব দেবের সরকারের কাছে পৌঁছে যাওয়া গোয়েন্দা রিপোর্ট। রিপোর্ট পড়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির শীর্ষ নেতাদের একাংশ খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন।

সূত্রের খবর, বিজেপি মহিলা মোর্চার তরফে রীতিমতো মুখঝামটা খাচ্ছেন বিপ্লববাবু। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাওয়ার প্রবণতা বাড়ছেই। সূত্রের খবর, আগরতলা থেকে কলকাতায় ঘনঘন ফোন যাচ্ছে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, হুড়মুড়িয়ে বিজেপি ভেঙে পড়বে।

যদিও ত্রিপুরা প্রদেশ টিএমসি সভাপতি আশীষলাল সিংহ সরাসরি কিছু বলতে চাননি, কোন কোন নেতা ফের মমতা শিবিরে ফিরছেন। তিনি বলেছেন, গত বিধানসভা ভোটের আগে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন তারা পরে বিজেপিতে যান। সেই নেতারা ফিরতে মরিয়া। নাম প্রকাশ না করলেও রাজ্যের অন্যতম দুই বিধায়কের দিকেই ইঙ্গিত স্পষ্ট।

গত বিধানসভা ভোটের আগে ত্রিপুরার ততকালীন কংগ্রেস হেভিওয়েট বিধায়ক সুদীপ রায় বর্মণ দলবদলে টিএমসিতে যান। তাঁর সঙ্গে চলে যাওয়া কংগ্রেসত্যাগী বিধায়কদের নিয়েই ত্রিপুরায় বিরোধী দল হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে সেই বিধায়করা পরে বিজেপিতে চলে যান। এখন তারা সরকারে তবে মুখ্যমন্ত্রীর প্রবল বিরোধী।

পশ্চিমবঙ্গে তিনবার সরকার গড়ার পরে ত্রিপুরায় তৃণমূল নিজেদের জমি তৈরিতে ব্যাস্ত। বিজেপি সমর্থকদের মধ্যে লেগেছে ভাঙন। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, রাজ্যবাসী যাদের বড় অংশ গত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তৃণমূলমুখী হচ্ছেন।

আগামী মাসে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত নির্বাচনে ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম জমানা শেষ হয়েছে। সরকারে এখন বিজেপি-আইপিএফটি জোট। বিরোধী দল সিপিআইএমের যে সমর্থন ধস নেমেছিল তার ধাক্কা সাম্প্রতিক উপজাতি এলাকার ভোটেও দেখা গিয়েছে। উপজাতি এলাকার বোর্ড সিপিআইএম হারিয়েছে শুধু নয় শূন্য হয়েছে।

গোয়েন্দা রিপোর্ট বলছে লাগাতার ধাক্কা, রাজনৈতিক হামলা সামলেও সিপিআইএম এখনও সংহত। তাদের সমর্থনে ধস আসছে না। তবে আগামী কয়েকমাসে বাম সমর্থন কিছুটা মমতামুখী হবেন।

কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেলেও তাদের সমর্থকরা এতদিন দলের পাশেই ছিলেন। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেসের সমর্থকরা তৃণমূলের দিকে ঢলছেন।

আর উপজাতি এলাকায় ক্ষমতাসীন নতুন দল হিসেবে রাজা প্রদ্যোত দেববর্মণের দল তিপ্রা মথা হতে চলেছে বিধানসভা ভোটে সবথেকে বড় ফ্যাক্টর।

সম্পর্কিত পোস্ট