সিএএ চালু করার দিকে এগোচ্ছে বিজেপি, তৎপরতাহীন বিরোধী শিবির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ চালু করার দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে বিজেপি। গুজরাটে সম্প্রতি প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব প্রদান বা উত্তরপ্রদেশ-অসমে মাদ্রাসার ঠিকুজি-কুষ্ঠী নিয়ে তাদের অতি তৎপরতা, সব কিছুই সিএএ বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ বলে মনে করছে অনেকে।

তবে গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান দীর্ঘদিন ধরে চলে আসা আইন মেনেই হয়েছে। কিন্তু সিএএ বাস্তবায়নের লক্ষ্যে বদ্ধপরিকর গেরুয়া শিবির একে সিএএ-র প্রয়োগ বলে দাবি করে প্রচার উচ্চগ্রামে নিয়ে গিয়েছে।

বীরবাহাকে অপমান করেছিলেন শুভেন্দু! তৃণমূলের দাবি অখিলের দোষেই দুষ্ট বিরোধী দলনেতা

২০২০ তে করোনা মহামারীর ঢেউ আছড়ে পড়ার আগে সিএএ বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আছড়ে পড়েছিল। কার্যত এই বিরোধীতার কারণেই সেইসময় সংসদে বিল পাশ করেও সিএএ আইনে পরিণত করতে পারেনি সরকার। কিন্তু করোনা এসে শাহিনবাগ সহ সব সিএএ বিরোধী আন্দোলন থামিয়ে দেয়। সেই সুযোগটাই এখন কাজে লাগাতে চাইছে বিজেপি।

অবাক করা বিষয় হল সিএএ নিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহরা অতি তৎপর হয়ে উঠলেও বিরোধী শিবিরে কোন তৎপরতা নেই। বিক্ষিপ্তভাবে বিবৃতি ভেসে এলেও সংঘবদ্ধ প্রতিবাদের পরিকল্পনা দেখা যাচ্ছে না।

অথচ তা না হলে ২৪ এর লোকসভা ভোটের আগে সিএএ লাগু করেই ছাড়বে গেরুয়া শিবির, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক সমস্যায় জর্জরিত কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় একমাত্র সিএএ-ই হিন্দুত্ববাদের পারে হাওয়া তুলতে পারে।

সম্পর্কিত পোস্ট