বিজেপির উত্তরকন্যা মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি শিলিগুড়ির তিনবাতি মোড় এলাকায়। দীর্ঘ সময় পথ অবরোধের পর ব্যারিকেড ভেঙে এগোতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। বিজেপির তরফে অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে তাঁদের একজন কর্মী মারা গিয়েছেন।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সুর্য, রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সায়ন্তন বসু, রাজুও বিস্ত সহ একাধিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।
পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, পুলিশের লাঠির আঘাতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে। গাজলডোবার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।
বিজেপির অভিযোগ পুলিশের লাঠির আঘাতে আহত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে আতঙ্কে এলাকাবাসী।
সূত্রের খবর, সোমবার সকাল দুটি মিছিল শুরু হয় বিজেপি পক্ষ থেকে। যার একটির নেতৃত্ব দিচ্ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যটির নেতৃত্ব দিচ্ছিলেন সর্বভারতীয় বিজেপি সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। উত্তরকন্যা থেকে ৪ কিলোমিটার দূরে ফুলবাড়িতে আটকে দেওয়া হয় বিজেপির মিছিল। পুলিশের তরফে ১৪৪ ধারা জারি করা হয় তিন বাতি এলাকায়।
Siliguri: Police use tear gas shells&water cannon on BJP Yuva Morcha workers protesting against West Bengal govt, at Tinbatti
“Many BJP workers injured during their peaceful protest. Democracy being murdered in West Bengal,” says MP& National Pres, BJP Yuva Morcha, Tejasvi Surya pic.twitter.com/Sn3mizM3xu
— ANI (@ANI) December 7, 2020
এদিন বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে দুটি জলকামান ব্যবহার করে পুলিশ। দফায় দফায় খন্ডযুদ্ধ শুরু হয়। দীর্ঘ সময় ধরে কাঁদানে গ্যাস ফাটাতে শুরু করে পুলিশ। বিজেপি কর্মীরাও পাথর বৃষ্টি করেন বলে জানা গিয়েছে। ছোট ছোট গলির মধ্যে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে খন্ডযুদ্ধ শুরু দেখা যায়। ব্যারিকেডের কাঠ এবং অন্যান্য সরঞ্জামে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পুলিশের এই নৃশংস ব্যবহার নিন্দনীয়। বহু কর্মী আহত হয়েছেন। এখনও কেউ রাস্তায় রয়েছেন কাউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের রাজনীতি চলছে রাজ্যজুড়ে দাবী করছেন দিলীপ ঘোষের।
পাল্টা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের নামে বিজেপি যে কাজ করেছে তা নিন্দনীয়। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। বিজেপি মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ।