TMC-র সহযোগীতায় অনাস্থা ডেকে পঞ্চায়েত প্রধানকে অপসারণ, ফের প্রকাশ্যে BJP-র গোষ্ঠী কোন্দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। দলের পঞ্চায়েত প্রধানকে অনাস্থা ডেকে অপসারণ করলেন বিজেপি সদস্যদের একাংশ। তৃণমূল সদস্যদের সহযোগিতায় অপসারণ করা হলো মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সরকারকে।
ওই পঞ্চায়েতের দখল নেবে তৃণমূল দাবি জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর। গোষ্ঠী কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিলেও ওই পঞ্চায়েতের প্রধান বিজেপির হবেন দাবি জেলা বিজেপি সভাপতির।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে ১১ টি আসনের মধ্যে ৮ আসন দখল করে বিজেপি ও ৩ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রধান নির্বাচিত হন পম্পা সরকার।
সম্প্রতি দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা ডাকেন বিজেপি সদস্যদের একাংশ। মঙ্গলবার সেই অনাস্থা সভায় বিক্ষিপ্ত বিজেপি সদস্যদের সমর্থন করে তৃণমূল কংগ্রেস। প্রধান সহ তিনজন বিজেপি সদস্য অনুপস্থিত থাকায় 8/0 ভোটে অপসারিত হন বিজেপি প্রধান।
বিজেপি সদস্য অশোক মন্ডল বলেন, প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। ব্লক থেকে জেলা নেতৃত্ব সবাইকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি। সেই কারণেই প্রধানকে সরাতে অনাস্থা ডাকা হয়।
বিষয়ে জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, নাজিরপুরে দলীয় সদস্যদের মধ্যে মতপার্থক্য ছিল। সেই কারণে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয় এবং প্রধান অপসারিত হন। তবে ওই পঞ্চায়েতে পুনরায় বিজেপি প্রধান গঠন করবে।
জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপিতে গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। এই নির্বাচনের পরে কেউ বিজেপিতে থাকতে চাইছেন না। নাজিরপুরে বিজেপির পঞ্চায়েত প্রধানকে অপসারণ করেছি। ওখানে আমাদের প্রধান হবে। আমরা চাইলেই বিজেপিকে ফাঁকা করে দিতে পারি কারণ কেউ আর বিজেপিতে থাকতে চাইছেন না।