বাংলা হারিয়ে হিমাঞ্চল কব্জা করতে চায় বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলা ভাগ করলে বর্তমান দক্ষিণবঙ্গে যে তাদের আর কোনও রাজনৈতিক অস্তিত্ব থাকবে না তা ভালোই জানে বিজেপি। তবে কেন তৃতীয়বার বঙ্গভঙ্গের ঝুঁকি নেওয়ার দিকে এগিয়ে চলেছে তারা। রাজনৈতিক মহলের ধারণা, বৃহত্তর রাজনৈতিক লাভের জন্য বাংলা হারিয়ে হিমাঞ্চলের মন পেতে চাইছে গেরুয়া শিবির।

উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পর তার নাম হতে পারে হিমাঞ্চল, এমনটাই জানা গিয়েছে গেরুয়া শিবির সূত্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখণ্ড পশ্চিমবঙ্গে কোন‌ও লাভ দেখছে না বিজেপি। তাতে লোকসভায় শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে অভ্যন্তরীন রিপোর্টে জানতে পেরেছেন শাহ-নাড্ডারা।

পঞ্চায়েতে গোড়াতেই পিছিয়ে পড়বে বিরোধীরা? ভোটার তালিকা সংশোধনে বেহাল অবস্থা

এই অবস্থায় ২৪ এর মহারণের দিকে তাকিয়ে বর্তমান উত্তরবঙ্গের ৮ টি লোকসভা আসন অন্তত নিশ্চিত করতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ থেকে মুছে যাওয়ার ঝুঁকি নিতেও রাজি তারা। এক্ষেত্রে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে। সবমিলিয়ে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান তৃণমূল-সিপিএমকে ছেড়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন হিমাঞ্চলের স্বপ্নে বিভোর।

সম্পর্কিত পোস্ট