কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তুফানগঞ্জ মহকুমার এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ীর সুভাষ পল্লী এলাকায় বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ল। পুরো ঘটনার অভিযোগের তির তৃণমূলের দিকে তুলেছে বিজেপি। খুনের রাজনীতি করছে বিজেপি, পাল্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ থাকার পর বুধবার সকালে অনরান ফুলবাড়ি গার্লস হাইস্কুলের ভিতর থেকে ওই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম স্বপন দাস। মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ঘটিনাস্থলে উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

এবিষয়ে মৃত ওই বিজেপি কর্মীর স্ত্রী চুমকি দাস জানিয়েছেন,  মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তাঁর স্বামী স্বপন দাস।  অনেক খোঁজাখুঁজি শুরু করলে বুধবার পার্শ্ববর্তী অন্দরান ফুলবাড়ি গার্লস হাই স্কুলের বারান্দায় তার ঝুলন্ত মৃতদেহ মেলে। তিনি এবং তাঁর স্বামী সক্রিয় বিজেপি কর্মী ছিলেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ কলকাতায় এসেই মমতাকে আক্রমণ জেপি নাড্ডার

তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ও  জেলা মুখপাত্র শিবপদ পাল জানান, পুরো  ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই। মৃতদেহ নিয়ে বারবার রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। এর জবাব সাধারণ মানুষ দেবে।

একইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি খুনের রাজনীতি করছে। যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। নিজেদের লোককে নিজেরাই নৃশংসভাবে খুন করে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনার তদন্ত করা হোক।

সম্পর্কিত পোস্ট