সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের, পাল্টা জলকামান পুলিশের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাঁতরগাছিতে ভাঙা হল ব্যারিকেড। ছোঁড়া হল জলকামান। ফাটানো হচ্ছে টিয়ার গ্যাসের সেল। অসুস্থ হয়ে পড়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়।  কেমিক্যাল মিশ্রিত জল স্প্রে করা হচ্ছে। আহত হয়েছেন জ্যোতির্ময় সিংহ মাহাতও। রক্তবমি করা অ্যাপোলোয় নিয়ে যাওয়া হল রাজু বন্দ্যোপাধ্যায়কে।

https://www.facebook.com/100646828120561/posts/206654154186494/

ইএম বাইপাসে বিজেপি কর্মীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বন্ধ হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু।

হেস্টিংস মোড়ে ইঁট ছুড়ছেন বিজেপি কর্মীরা। লাঠিচার্জ পুলিশের। হেলমেট পড়ে মিছিলে এগিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

হেস্টিংসে বিজেপির মিছিলের নেতৃত্বে রয়েছেন স্বপন দাশগুপ্ত, রয়েছেন জয়প্রকাশ মজুমদার ও রাকেশ সিংহ।

হাওড়া ময়দান ও সাঁতরাগাছিতে ড্রোনে নজরজদারি পুলিশের। হাওড়া ময়দানে মোতায়েন রোবো কপ। হাওড়া ময়দানে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের। ফাটানো হল টিয়ার গ্যাসের সেল।

হাওড়া ব্রিজে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। দু’টি জলকামান গাড়ি রয়েছে সেখানে। রয়েছে দমকলবাহিনী।

হাওড়া ময়দান থেকে বিজেপি কর্মী সমর্থকরা যে পথে আসবে, সেখানে ব্যারিকেড, চলছে পুলিশি টহল, কাউকে জমায়েত হতে দেওয়া হচ্ছে না। পার্মানেন্ট ব্যারিকেড করেছে, রয়েছে জলকামানও। হাওড়া ময়দান থেকে মিছিলে এক মহিলা বিজেপি কর্মীর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এমনটাই জানিয়েছে পুলিশ।

https://www.facebook.com/100646828120561/posts/206655810852995/

অন্যদিকে, মেডিক্যাল কলেজের গেট থেকে ইউ টার্ন মিছিলের, দিলীপ ঘোষের নেতৃত্বে মাহাত্মা গাঁধী রোড অভিমুখে মিছিল এগোচ্ছে। মহম্মদ আলি পার্ক ক্রসিং ধরে বিজেপির সদর দফতর থেকে নবান্ন অভিমুখে এগোচ্ছে মিছিল।

অর্জুন সিংহ এবং লকেট চট্টোপাধ্যায় এর নেতৃত্বে হেস্টিংস মোড়ে অবস্থান শুরু হল বিজেপির।  তাতে যোগ দিলেন ভারতী ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়।

সদর দফতর থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে পৌঁছল বিজেপির মিছিল, ব্যারিকেড ভেঙে ব্রিজে ওঠার চেষ্টা। ইতিমধ্যেই কয়েকশ বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। বড়বাজারে বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ।

অভিনেত্রী তথা বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। পুলিশ তাঁর শাড়ি ছিঁড়ে দিয়েছে এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পুলিশের মারে বিজেপি নেতা অরবিন্দ মেনন আহত বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় বিজেপির বহু কর্মীই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের কাছ থেকে কোনওরকম সাহায্য মিলছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা খাঁ বলেন, “আজ দিকে দিকে পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের মারধোর করেছে মমতার পুলিশ। এর বদলা ব্যালটে আমজনতা দেবেন। ধিক্কারর জানাই মমতাকে মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসাবে।”

সম্পর্কিত পোস্ট