মাদক সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিউ আলিপুরে এন আর অ্যাভেনিউ থেকে মাদকসহ গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার নেত্রী ছিলেন পামেলা। বিজেপির রাজ্য স্তরের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পামেলার গাড়ি আটকে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সেই সময় গাড়িতে পামেলা ছাড়াও পামেলার সঙ্গী প্রবীর দে সহ ছিলেন এক নিরাপত্তাকর্মীও। জানা গিয়েছে প্রবীর দে ভারতীয় জনতা পার্টির সদস্য।
এদিন পামেলার গাড়ি থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম কোকেন। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। পামেলরা হ্যান্ড ব্যাক সহ গাড়ির সিটের তলা সহ একাধিক জায়গা থেকে উদ্ধার করা হয় মাদক। ইতিমধ্যেই তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এটাই প্রথমবার নয় প্রায়শই এভাবে গাড়িতে মাদক নিয়ে যাতায়াত করতেন পামেলা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে মাঝেমধ্যেই এন আর অ্যাভিনিউয়ের এই কফিশপে আসতেন তিনি।
সেখানে পামেলার গাড়ি দাঁড়ানো থাকলে হাজির হতো বেশ কয়েকটি বাইকে কয়েকজন যুবক। কিছু জিনিসের আদান-প্রদানের পরেই ওই বাইক গুলি চলে যাওয়ার পর বেরিয়ে যেত পামেলার গাড়িও।
অভিষেকের মানহানি মামলায় অমিত শাহকে সমন বিশেষ আদালতের
গোপন সূত্রে খবর পেয়ে, এদিন হাতেনাতে পামেলাকে ধরে পুলিশ। আগামীকাল পামেলাকে আদালতে তুলে পুলিশি হেফাজতের দাবী জানানো হবে বলে জানা গিয়েছে।
কি কি কারনে এই মাদক নিয়ে পামেলা যাতায়াত করত এবং এই কারবারের সঙ্গে কারা জড়িত সবটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে যখন একাধিক ইস্যুতে শাসক শিবিরকে আক্রমণ শানাচ্ছেন গেরুয়া শিবির, সেখানে এই ঘটনা নতুন করে চাপে ফেলতে পারে গেরুয়া শিবিরকে। কেন্দ্রের সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে এই নেত্রী মাদক পাচার করতেন তা নিয়েও তৈরী হয়েছে একাধিক প্রশ্ন।