নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন, মিছিল রুখতে মরিয়া পুলিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেলা গড়াতেই চড়ছে পারদ। নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ।
- সাঁতরাগাছি্, হাওড়া ময়দান, মল্লিক ফটক, ফোরশোর রোড ও কাজিপাড়ায় কয়েক দফায় ব্যারিকেড করে দিয়েছে পুলিশ।
- বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।
- রাখা হয়েছে জলকামান।
- দ্বিতীয় হুগলি সেতুতে ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গাড়ির।
- হেস্টিংসের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পথে তৈরি হয়েছে একাধিক ব্যরিকেড।
- পিটিএসের সামনে বসানো হয়েছে জলকামান।
- সাঁতরাগাছির দিক থেকেও ব্রিজে ওঠার মুখেও বাঁশ ও অ্যালুমিনিয়মের কয়েক দফা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।
- ডানকুনি দিল্লি রোড ও দুর্গাপুর হাইওয়েতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
- বিজেপি কর্মীদের অবরোধের জেরে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে ডানকুনিতে।
মিছিল রুখতে ব্যরিকেডে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে কলকাতাকে। শহরে ঢোকার মুখ্য রাস্তাগুলিতেই ব্যারিকেড লাগানো হয়েছে। জেলা থেকে মিছিল যাতে কলকাতা পর্যন্ত না আসতে পারে সে জন্যও সক্রিয় পুলিশ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjps-youth-front-procession-to-start-in-navanna-soon/