এরাজ্যে তৃণমূলকে মঞ্চ হিসাবে ব্যবহার করছে বিজেপিঃ মহম্মদ সেলিম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিজেপি। বিজেপি হল খোলস। আরএসএস সেই বিজেপির মধ্যে ঢুকে সারা দেশে তাদের প্রভাব বিস্তার করছে। দলীয় এক কর্মসূচিতে যোগদান করতে এসে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে বললেন বামফ্রন্ট নেতা মহঃ সেলিম।
তৃণমূল এবং বিজেপিকে একযোগে বিঁধেছেন তিনি। তীব্র সমালোচনা করেছেন সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতৃত্বদের বিজেপি যোগদানের বিষয়েও। তিনি বলেন একটি বাড়ী তৈরী করতে যেমন ভারা বাঁধা হয় এক্ষেত্রে সেই ভারা বাঁধার কাজটি করেছে তৃণমূল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/corona-vaccine-drive-will-begin-from-january/
তাঁর কথায়, সারা রাজ্যে তৃণমূলকে কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করছে বিজেপি। বাড়ী তৈরীর পর যেমন ভারা খুলে নেওয়া হয় সেই রকমই প্রভাব বিস্তারের পর তৃণমূলের নেতারা বিজেপিতে যোগদান করছে।
কটাক্ষ করে তিনি বলেন, মুকুল রায়ের পর শুভেন্দু এই সেই বাড়ী তৈরী করার সময় ভারায় বাঁধা বাঁশ। কাজ শেষ। এখন বিজেপির দিকে চলে যাচ্ছে ৷ তৃণমূল কোন দল নয় একটি মঞ্চ হিসাবে কাজ করেছে রাজ্যে।
প্রসঙ্গত, শুধুমাত্র সেলিম নন। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হয়েছেন বামেরা। রাজ্য সরকারের নতুন প্রকল্পের সমালোচনায় আগেও সরব হয়েছেন একাধিক বাম নেতৃত্ব। সম্প্রতি এই বিষয়ে তীব্র সমালোচনা করেছেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
প্রশাসনিক বা স্থানীয় আধিকারিকদের দিয়ে মানুষের সমস্যার সমাধানে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। শুক্রবার সিপিএম’এর দলীয় দপ্তরে একটি সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, ‘শুধুমাত্র লোক দেখানো কাজ করে চলেছে রাজ্যের তৃণমুল সরকার। দুয়ারে সরকারের পর ‘পাড়ায় পাড়ায় সমাধান’- এমন প্রকল্প শুধু মাত্র হাস্যকর ও লোক দেখানো’।