সরকার পরিচালনায় বদল সহ মন্ত্রীসভার সম্প্রসারণ, নাড্ডার বিপ্লব সাক্ষাতে নতুন রোডম্যাপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সরকার পরিচালনার রণকৌশলে বদল আনার পরামর্শ। একইসঙ্গে রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণের ইঙ্গিতও দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ত্রিপুরার রাজৈনিতক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে জেপি নাড্ডার সঙ্গে বিপ্লব দেবের বৈঠকে উঠে এল এমনই তথ্য।

দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। বিজেপি সভাপতি জে পি নাড্ডা সহ জাতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ এবং ত্রিপুরার ইনচার্জ বিনোদ সোনকার উপস্থিত ছিলেন৷ বৈঠকে কেন্দ্রীয় নেতারা আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছেন৷

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস , সংখ্যা বাড়লেও ধীর গতিতে চলছে মেট্রো

দলীয় সূত্রে খবর, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পর কৌশলের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলে বৈঠকে আলোচনা হয়েছে৷ এক্ষেত্রে সাংগঠনিক সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হবে৷ দলের একটি সূত্র জানিয়েছে যে মুখ্যমন্ত্রী শূন্য মন্ত্রীর পদগুলি পূরণের প্রস্তাব দিয়েছেন৷

এর আগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে বাসভবনে বিজেপির জাতীয় সম্পাদক এবং ত্রিপুরার প্রাক্তন ইনচার্জ সুনীল দেওধর দেখা করেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে এবং বিজেপি- আইপিএফটি সরকার গঠনে দেওধর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷

সম্পর্কিত পোস্ট