বিজেপির ‘শহিদ সম্মান যাত্রা’য় অশান্তি, গ্রেফতার শান্তনু-জয়প্রকাশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির বিশেষ কর্মসূচি ‘শহিদ সম্মান যাত্রা’য় বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।
শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।
মুরলীধর সেন লেন থেকে বিজেপির শহিদ সম্মান যাত্রা শুরু হয় মঙ্গলবার। সূচনা করেন কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার৷ রাজ্য জুড়ে বিজেপির এই কর্মসূচীকে কেন্দ্র করে গোটা রাজ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷
এদিন বিজেপির কর্মসূচি শুরু হতেই পুলিশ জানিয়ে দেয়, কোভিড পরিস্থিতির জন্য কোনও ভাবে শহিদ সম্মান যাত্রা করতে পারবে না বিজেপি। এরপর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার একাই একটি গাড়ির কনভয় নিয়ে শহিদ সম্মান যাত্রা শুরু করেন। এই যাত্রার জন্য প্রস্তুত দু’টি বিশেষ ট্যাবলো পুলিশের বাধায় আটকে যায় ।
তালিবান ঘনিষ্ঠ বাংলাদেশি JMB জঙ্গি সংগঠনের নাশকতা শুরু হয়েছিল ১৭ আগস্ট
কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, “পুলিশ গোটা রাজ্য ঘিরে রেখেছে । আমরা শান্তিপূর্ণ ভাবেই শহিদ সম্মান যাত্রা শুরু করতে চাইছিলাম ।”