জিতেন্দ্র তিওয়ারী প্রসঙ্গে মুখ খোলায় সায়ন্তন বসুকে শোকজ বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খোলায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে শোকজ করল বিজেপি। আগামী সাত দিনের মধ্যে জবাব তলব করেছে দল।
সূত্রের খবর এক ইস্যুতে শোকজ করা হতে পারে মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল এবং সংসদ বাবুল সুপ্রিয়কে।
শুভেন্দু অধিকারীর দল বদলের প্রসঙ্গ জোড়াল হতেই একে একে বিদ্রোহ ঘোষণা করতে থাকেন অনেকেই। সেই তালিকায় ছিলেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারী। শুভেন্দু অধিকারীর দলত্যাগের দিনেই একই পথের পথিক হন জিতেন্দ্র।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ঘনীভূত হচ্ছিল হয়ত শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতেই নাম লেখাতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারী। কারণ বিধানসভায় সচিবের ঘরে ইস্তফা পত্র জমা দিয়ে এসে শুভেন্দু পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে গোপন বৈঠক করেছিলেন। গোপন সূত্রে জানা যায় সেখানেও উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারী।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/without-bjp-therev-will-no-existence-of-tmc/
তবে ঘন্টাখানেকের মধ্যেই বদলে যায় রাজনৈতিক চিত্রনাট্য। জিতেন্দ্র তিওয়ারীর দলবদল প্রসঙ্গে সরব হন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। স্পষ্ট জানিয়ে দেন ভিডিও বার্তার মাধ্যমে, এতদিন যার নেতৃত্বে তৃণমূল বিজেপির কর্মী সদস্যদের উপর হামলা চালিয়েছে আজ সেই ব্যক্তি দলবদল করে বিজেপিতে এলে তাঁকে মেনে নেওয়া সম্ভব নয়। এতে অবিচার করা হবে বিজেপি কর্মী সমর্থকদের উপর।
একই সুরে সুর মেলাতে দেখা যায় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল এবং বিজেপি নেতা সায়ন্তন বসুকে। যদিও শেষমেশ তিনজনই জানান বিষয়টি পুরোটাই দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিজেপির অন্দরমহল সূত্রে খবর, দলের তরফে মতামত প্রকাশের আগেই এই ৩ জনের মতপ্রকাশ ভালভাবে নেয়নি নেতৃত্ব। যার জেরেই এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিকমহলের একাংশের মতে, মনে করা হচ্ছে, এই শোকজ নোটিশের মাধ্যমে বিজেপি বার্তা দিতে চাইছে যে দলে অনুশাসনই সবচেয়ে বড় কথা। অনুশাসন না মানলে কাউকেই রেয়াত করা হবে না। প্রসঙ্গত, সোমবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। তারপরই সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র।
২১ এর বিধানসভা নির্বাচনের আগে জমে উঠেছে ময়দানের মাঠ। অপেক্ষা শুধু লড়াইয়ের দিনক্ষণের।