বর্ধমানের মেমারিতে কম্বল বিতরণ অনুষ্ঠান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরপর ১০ বছর ধরে হয়ে আসছে এই অনুষ্ঠান। প্রতিবছর শীতের মতো এইবার ও হয়ে গেল শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান। বর্ধমানের মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হলো এই কম্বল প্রদান অনুষ্ঠান। ওই ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সামসুল হক মির্জা এর ঐকান্তিক প্রচেষ্টা এর সঙ্গে মেমারি এর অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সব কাউন্সিলরের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়ে আসছে বছরের পর বছর।
এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান , জেলা , ওয়ার্ডের বিভিন্ন নেতা থেকে শুরু করে সব বয়সীদের ভিড়। সুদূর ত্রিপুরা থেকে এলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ লাল সিং , কলকাতা থেকে গেলেন টেলারিং ওয়ার্কসমান ইউনিয়নের দক্ষিণ ২৪ পরগনা কর্যকরী সভাপতি পল্টু কুমার , যুব নেতা সঞ্জয় আহমেদ , রানা , প্রমুখ।
প্রথমে একে একে সব অতিথিদের বরণ করে নেওয়া হয় , বরণ করা হয় সঞ্জয় আহমেদ , রানাকেও। বরণ করা হয় আশীষ লাল সিংকে , পল্টু কুমারকে প্রমুখ। এদিনের মঞ্চ থেকে রাজনৈতিক উত্তাপ ও ছড়িয়ে দিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখা ভাইস চেয়ারম্যান , চেয়ারম্যান।
চলতি বছরেই কলকাতা পৌরসভার নির্বাচন , এই নির্বাচনের পরপরেই রাজ্যে অন্যান্য পৌরসভাগুলোর নির্বাচন পর্ব। সেই দিনের কথা মাথায় রেখে এই দিনের মঞ্চ থেকে ভোটের ও প্রচার প্রায় শুরু করে দিলেন রানা। প্রতিশ্রুতি নয় , কাজ করে যাওয়াটাই লক্ষ। বললেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান , চেয়ারম্যান। দরিদ্র মানুষএর হাতে একে একে কম্বল তুলে দেওয়া হয়।
উল্লেখ্য , বৃদ্ধ-বৃদ্ধারা কম্বল পেয়ে খুব খুশি। গত দশ বছর মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সামলে আসছেন পৌরপ্রতিনিধি সামসুল হক মির্জা। পৌরসভার আরও উন্নতি বাকি আছে বলে এদিন বলেন পৌরসভার চেয়ারম্যান। তবে আগামী ভোটে যে লড়াই হতে চলেছে বিজেপি বনাম তৃনমুল কংগ্রেসের মধ্যে তা বারবার উঠে এলো এদিনের বিশেষ অনুষ্ঠানে।