ফের আফগানিস্থানে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৫০
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়ানক বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। গত অগাস্ট মাস থেকে তালিবান ক্ষমতায় আসার পর থেকে এই প্রথমবার এত বড় বিস্ফোরণ।
হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের কথায়, শহরের মধ্যে এক মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় কর জনের মৃত্যু হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
তাজিখিস্তান থেকে আফগানিস্থানের একমাত্র ব্যবসায়িক সংযোগ কেন্দ্র হল কুন্দুজ। তালিবান ছাড়াও কট্টরবাদী সুন্নিরা দ্বারা আক্রান্ত হয়েছে এই শহর। একাধিকবার হাসপাতাল, সরকারী দফতর এবং র্যালির ওপর হামলা চালিয়েছে বিভিন্ন সংগঠন৷ শহরের যে প্রান্তে বিস্ফোরণ হয়েছে সেখানে আফগানের একটি সম্প্রদায় হাজারার বাস।
ঘটনার পিছনে দায় কার তা এখনও সঠিক করে জানা যায়নি। তবে তালিবানের বিপক্ষ সংগঠনের কাজ বলে মনে করা হচ্ছে। তবে শুক্রবার মসজিদের সামনে অনেক মানুষের ভিড় ছিল বলে সংবাদসংস্থা এএফপিকে জানাচ্ছেন কুন্দুজের বাসিন্দারা।
একের পর এক মানুষকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বেড়ে চলেছে। হাসপাতালের সামনে শয়ে শয়ে আহত ও মৃতদের পরিজনেরা ভিড় জমা করেছেন।