কলকাতার পরেই বাংলাদেশে JMB ডেরায় অভিযান, প্রবল বিস্ফোরণ
দ্য কোয়ারি ডেস্ক: কলকাতায় তিন জেএমবি (জেএমআই) জঙ্গি ধরা পড়েছে। এরা বাংলাদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে। অন্যদিকে রবিবার রাতেই বাংলাদেশের নারায়ণগঞ্জে দুটি জঙ্গি ডেরা ঘিরে অভিযান চলছে।
গভীর রাতের খবর, নারায়ণগঞ্জে এই জেএমবি জঙ্গি ডেরায় পরপর তিনটি বিস্ফোরণ হয় অভিযানের সময়।
বাংলাদেশ জঙ্গি দমন শাখা সিটিটিসি (কাউন্টার টেরোরিজম ইউনিট) নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে। ওই বাড়িতে তিনটি বিস্ফোরণের শব্দ হয়।
রবিবার বিকেলে কলকাতার হরিদেবপুর এলাকায় তিন জন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সংগঠনের জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। অন্যদিকে ঢাকার ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক নব্য জেএমবি জঙ্গিকে আটক করে বাংলাদেশের জঙ্গি দমন বিভাগ। তারা জানায়,
ধৃত মামুন নারায়ণগঞ্জের নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম। সে বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছিল। মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মহম্মদ জায়েদুল আলম জানান ঘটনাস্থলে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছেছেন। ধৃত নব্য জেএমবি সদস্য মামুনের নব্য সাংগঠনিক নাম ‘ডেভিড কিলার’।
কলকাতায় ধৃতরা অবশ্য জেএমবি সংগঠনের পুরনো শাখার সদস্য। এই শাখাটির ভারতীয় নাম জেএমআই। বাংলাদেশের তুলনায় এখন ভারতে বেশি। আর নব্য জেএমবি বেশি সক্রিয় বাংলাদেশে।
কলকাতায় ধৃত তিন জঙ্গির কাছে মিলেছে উগ্র বিদ্বেষমূলক বই, অস্ত্র, মোবাইল। বিশেষ ফেসবুক আইডি আছে তাদের। ধৃতদের নাম নাজিউর রহমান ওরফে জয়রাম, সাব্বির ওরফে নিখিল এবং রবিউল ইসলাম।