মস্তিস্কে রক্তক্ষরণ, হাসাপাতালে ভর্তি রাজ্য়ের মন্ত্রী নির্মল মাঝি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি। প্রথমিকভাবে জানা গিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এমনকি অস্ত্রোপচার করা হতে পারে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থতা বোধ করছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে সিটি স্ক্যান করেন চিকিৎসকরা। সেখানেই রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে।
পরিস্থিতি বেগতিক বুঝে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে নির্মল মাঝির।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/derek-wrote-to-zuckerberg-alleging-bias/
যদিও চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছেন রাজ্যের মন্ত্রী। তবে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করা হতে পারে তাঁর।
পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। কিন্তু তা উপেক্ষা করেই করোনা মোকাবিলার তদারকি করে চলেছিলেন৷
আগামিকাল বা সোমবার অস্ত্রোপচার করা হতে পারে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্য়াল বোর্ড।