বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ ৩১ নম্বর জাতীয় সড়ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আগুন জ্বালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিক্ষিপ্ত জনতা। ঘটনাটি ঘটে আজ বেলা ১১ টা নাগাত তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরাইমোর ঝিঙ্গাপুন্নি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান জাতীয় সড়ক থেকে ঝিঙ্গাপুন্নি যাবার রাস্তাটির প্রায় এক বছর থেকে বেহাল দশা। বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনরকম পদক্ষেপ না নেওয়ায় আজ সকাল ১১ টা নাগাদ গ্রামবাসীরা একত্র হয়ে টায়ার জ্বালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
প্রায় দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ। জাতীয় সড়কের উপর অবরোধ তুলতে এসে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়তে হয় বক্সািরহাট থানার পুলিশ প্রশাসনকে।
২১ দিন ধরে লাগাতার উর্ধমুখী পেট্রোল ডিজেলের দাম, প্রতিবাদে পথে নামল বাম-কংগ্রেস
দীর্ঘক্ষণের অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩১ নং জাতীয় সড়কে। অবশেষে বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তুফানগঞ্জ ২ নম্বরব্লক প্রশাসনের বেহাল রাস্তা সংস্কারের আশ্বাসের পর গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান মনোরোমা বর্মন বলেন তিনি কিছুদিন হয় প্রধানের দায়িত্ব ভার পেয়েছেন। ঝিঙ্গাপুণ্যির এই বেহাল রাস্তার ব্যাপারে তিনি কিছু জানেন না।
তবে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার পর রাস্তা সংস্কারের জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন যত দ্রুত সম্ভব এ রাস্তা সংস্করণ করা যায়।