পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ব্লক সভাপতি বদল! অপেক্ষা শিলমোহরের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে সংগঠনে ব্যাপক রদবদল এর সম্ভাবনা। এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্র মারফত। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের খোলনলচে বদলে ফেলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কয়েকটি এলাকার ব্লক সভাপতি বদল করার সম্ভাবনা প্রবল। তার মধ্যে রয়েছে কালনা, জামালপুর বর্ধমান সদর সহ আরো বিস্তীর্ণ এলাকার নাম। সূত্র মারফত জানা গিয়েছে তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। অপেক্ষার চুড়ান্ত সিলমোহরের।
প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এক পদ এক নীতি লাগু করতে তৎপর শাসক দল। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর দুর্নীতি রুখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। এসএসসি দুর্নীতির পর কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জড়িয়ে পড়া এবং ক্রমাগত তার ওপর সিবিআই-ইডির সাঁড়াশি আক্রমণ যথেষ্ট ব্যাকফুটে নিয়ে গিয়েছে শাসক দলকে।
সূত্র মারফত জানা গিয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটেছিল গোটা রাজ্য জুড়ে তার পুনরাবৃত্তি রুখতে তৎপর শাসক দল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে। কোনরকম অশান্তি এবং গায়ের জোরে ভোট করানো যাবে না তা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এমন ধরণের ঘটনা ঘটলো সংশ্লিষ্ট নেতা বা নেত্রী বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল তাও জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা স্পষ্ট শাসক দলের পক্ষে পরিস্থিতি মোটেই সুখকর নয়। দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অধিকাংশ নেতৃত্বই এখন অভিষেকের ওপর আস্থাশীল।
পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামত নি:সন্দেহে প্রাধান্য পাবে এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাজুড়ে যে বদনের ইঙ্গিত দিয়েছেন পঞ্চায়েত স্তরে তা সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।