চীন সীমান্তে শহীদ হওয়া সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধায় জাতীয় কংগ্রেসের উদ্যোগ রক্তদান শিবির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ই জুলাই ২০২০। মছলন্দপুরের রাজবল্লভপুর হাইস্কুল ময়দানে জাতীয় কংগ্রেসের উদ্যোগে সম্প্রতি চীন সীমান্তে শহীদ হওয়া সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হয় একটি রক্তদান শিবির।
সেই সঙ্গে সাম্প্রতিক আম্ফান ঝড়ে নষ্ট হওয়া সবুজকে নতুন করে গড়ে তুলতে উপস্থিত নাগরিকদের মধ্যে ১১০০ মেহগনি গাছের চারা দান করা হলো।
এদিন সকাল থেকেই স্থানীয় কংগ্রেসের কর্মী ও নেতৃত্বরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই শুভ উৎসবে যোগদান করার জন্য। সকাল এগারোটায় কোঠারি হাসপাতালের লাইফ প্রজেক্ট ফোর্স মোবাইল ব্লাড কালেকশন বাসটি স্কুলের মাঠে প্রবেশ করে। ততক্ষণে বেশ কিছু রক্তদাতা নিজেদের নাম লিখিয়ে ফেলেছেন।
একে একে নারী ও পুরুষ সহ মোট ছেচল্লিশ জন রক্ত দিলেন। ১৯ বছরের রিমা দাস থেকে ৬০ বছরের জহরলাল পাত্র, শিবিরে সকলেরই প্রধান পরিচয় তারা রক্তদাতা।
মাঝে রইলেন হিন্দু মুসলমান উঁচু জাত নিচু জাতের বাইরে থাকা বেশ কিছু “মানুষ”।
রক্তদান শিবির উদ্বোধন হয় প্রাক্তন সেনা ও স্থানীয় কংগ্রেস সভাপতি শ্রী সুধীর নাগের হাত ধরে। আসেন ছাত্র যুব মহিলা শ্রমিক সহ দলের সকল শাখার প্রতিনিধি ও নেতৃত্বরাও।
শিবিরে উল্লেখযোগ্য উপস্থিতি জেলা কংগ্রেস সভাপতি জনাব কাজী আব্দুল রহিম (দীলু), প্রদেশ কংগ্রেস সম্পাদক শ্রী মিহির দে ও শ্রী পার্থ প্রতীম বিশ্বাস, আইএনটিইউসি-র জেলা সভাপতি শ্রী শ্যামাপদ ঘোষ।
স্থানীয় সিপিআইএম নেত্রী শ্রীমতী স্বপ্না ঘোষ ছাড়াও গাইঘাটা, স্বরুপনগর, গোবরডাঙা, দেগঙ্গা, দত্তপুকুর, হাবড়া সহ বিভিন্ন এলাকার দলীয় কর্মী ও নেতৃত্বরা।
করোনা ভয় ও লকডাউনের সমস্যা কাটিয়ে জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অনিমেষ দাসের পরিচালনায় ও ব্যাবস্থাপনায় সমগ্র অনুষ্ঠান সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে স্থানীয় কর্মীদের হৃদয় ভরা আপ্যায়নে।