নীল ধ্রুব তারা

।। অয়ন মিত্র ।। 

গল্পটা ২০০৪ এর। সৌরভ গাঙ্গুলি পরেছেন বেশ সমস্যায় । কোনো উইকেট রক্ষক কেউ স্থায়ী ভাবে দলে রাখতে পারছেন না । সদ্য ইন্ডিয়া এ জিম্বাবোয়ে সফর থেকে ঘুরে এসেছে সেখানে বেশ ভালো পারফরমেন্স উইকেটকিপার হিসেবে এক লম্বা চুল যুক্ত ছেলে । সুযোগ দিলেন তাকেই খেলালেনও তাঁকে।

ইংরেজি তে এক বিখ্যাত প্রবাদ “মর্নিং শোস দ্য ডে” আবার বাঙালি র আর এক প্রবাদ “যার শেষ ভালো ! তার সব ভালো”

আরও পড়ুনঃ লড়াই জেতার এক অনুপ্রেরণা “ক্রিস্টিয়ানো রোনাল্ডো”

তো মর্নিং এর শুরু টা মানে প্রথম ম্যাচ শুরু হয়েছিল রানআউট দিয়ে । প্রথম সিরিজটাও তাই । প্রথম বিশ্বকাপটাও তাই ! এবার শেষ ম্যাচ-এও তাই এবং শেষ বিশ্বকাপেও কিছুই ভালো হলো না একদম ফাঁকা হাতে ফিরতে হল।

তাহলে এনার যাত্রা কোনো দিকেই ভালো হলো না মনে হচ্ছে ?

আজ্ঞে না !
এরম অনেক ব্যক্তিত্ব আছেন । যারা জন্মান শুধু মাত্র প্রচলিত প্রথা বা ছক ভেঙে দেবার জন্য মহেন্দ্র সিং ধোনি ও তাই
যতদিন এনার মতো ব্যক্তিত্ব তা আছেন মানুষ ছক ভাঙ্গা র ছক কষবে।

সম্পর্কিত পোস্ট