জনপ্লাবন প্রমাণ করল, মমতার সঙ্গেই আছে মানুষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বরাবরই তিনি প্রতিবাদী। যদিও এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তবুও তাঁর প্রতিবাদ সত্ত্বা এখনও মানুষের মনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য জায়গায় স্থান দিয়েছে।

বিগত কয়েক মাস, বিজেপির জাতীয় ও রাজ্য নেতারা বলতে শুরু করেছেন, রাজ্যে পরিবর্তন এখন নাকি শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না! বিজেপির এই প্রচার কতটা মেকি তা প্রমান করল এদিন বীরভূমের মিছিল।

দলের একাধিক হেভিওয়েট নেতা তৃণমূলের সঙ্গ ছাড়লেও, বঙ্গ জনতা যে মমতার সঙ্গে আছে প্রমান করল এদিনের জনজোয়ার।রাজ্যে বিধানসভার ভোটের দিন ঘোষণার আগেই জমে উঠেছে রাজ্যের রাজনৈতিক ময়দান।

কয়েকদিন আগেই যে বোলপুরে রোড শো-তে বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহর রোড শো-তে ভিড় উপচে পড়েছিল, সেই জায়গাতেই তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত।

এদিন একদিকে যখন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গেরুয়া রোড শো চলছে, অন্যদিকে বোলপুরে অমিত শাহের তখন পাল্টা রোড শো’য়ে রবীন্দ্রনাথের ছবি জড়িয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দু’টি হয় ভোল্টেজ মিছিলে সরগরম বাংলার রাজনৈতিক পরিস্থিতি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/soumendu-adhikari-has-been-removed-from-the-post-of-municipal-administrator-of-kanthi-municipality/

বোলপুর লজ থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় তৃণমূল নেত্রী। পদযাত্রায় রয়েছে ২টি ট্যাবলো। পা মিলিয়েছেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। অমিত শাহকে মধ্যাহ্নভোজ করিয়েছিলেন যে বাউল, আজ তিনিই গান শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ছিলেন প্রচুর শিল্পীরা। বেলুন, রবীন্দ্রনাথের ছবি নিয়ে ঠায় দাঁড়িয়ে মমতার জন্য অপেক্ষা করেছে মানুষ।

এক সপ্তাহ আগে এই পথেই মিছিল করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মিছিলেও ভিড় ছিল চোখে পড়ার মতোই। এরপর বিরোধী দলকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে এদিন ময়দানে খোদ মুখ্যমন্ত্রী।

এদিন মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত পা মিলিয়েছেন প্রচুর মানুষ। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চ্যালেঞ্জ ছুড়েছিলেন এই মেগা রোড শো’য়ে ব্যাপক জনসমাগমের। জনগণের উপস্থিতিতে ভোটের লড়াই জমিয়ে দিলেন মমতা।

বোলপুরে অমিত শাহের পদযাত্রায় ভিড় নিয়ে বহিরাগত বিতর্ক উঠেছিল। ডাক বাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করেছিলেন শাহ। বাইরে থেকে লোক এনে বোলপুরের শাহর ৮০০ মিটার পদযাত্রায় ভিড় করেছিল বলে দাবি করেছিল তৃণমূল।

এ দিন মমতার পদযাত্রায় তিন লক্ষেরও বেশি মানুষের ভিড় হয়েছে বলে দাবি করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গোটা বীরভূম জেলা থেকে লোক আনলে তিল ধরানোর জায়গা থাকত না বলেও দাবি করেছেন অনুব্রতর।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/speculation-about-jitendra-again-he-said-on-facebook-that-he-is-at-the-tmc/

বোলপুরের লজ মোড় থেকে জামবুনি সভাস্থল পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রা করেন মমতা। এদিন বেলা ১টা নাগাদ লজ মোড় থেকে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে মমতার পদযাত্রার সঙ্গী ছিলেন বাউলশিল্পী ও লোকশিল্পীরা। এছাড়াও, মুখ্যমন্ত্রীর রোড শো ঘিরে দুটি ট্যাবলোরও আয়োজন করেছিলেন তৃণমূল কর্মীরা।

সেই ট্য়াবলোতে চলছিল রবীন্দ্রসঙ্গীতের গান। একুশের বিধানসভা ভোটের আগে বোলপুরে তৃণমূল নেত্রী তাঁর রোড শো জুড়ে রবীন্দ্র আবেগকেই তুলে ধরলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মমতা কড়া জবাব দিলেন বলেও বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট