কোভিডের টিকা চেয়ে মোদীকে চিঠি বোলসোনারোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  কোভিডের টিকাকরণ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উপর ক্রমশ চাপ বাড়তে শুরু করেছে। আশপাশের দেশগুলিতে কোভিডের ভ্যাকসিন নিয়ে আলাপ-আলোচনা শুরু হলেও পিছিয়ে রয়েছে ব্রাজিল।

ইতিমধ্যে যে কারণে তীব্র সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে ব্রাজিলকে অনেকে প্রশ্ন তুলছেন প্রেসিডেন্ট হিসেবে বোলসোনারের সক্রিয়তা নিয়েও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকার ডোজ ব্রাজিলে পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

চিঠিতে লেখা রয়েছে জাতীয় টিকাকরণ কর্মসূচি অবিলম্বে কার্যকর করতে জরুরী ভিত্তিতে ব্রাজিলকে কুড়ি লক্ষ টাকার সরবরাহ করলে উপকৃত হয় ব্রাজিল। একই সঙ্গে তিনি লিখেছেন সেক্ষেত্রে ভারতের টিকাকরণের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন তৈরি না হয় সেটাও যেন নজরে রাখা হয়।

অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিড টিকার অপেক্ষায় রয়েছে ব্রাজিলের ফিয়ক্রুজ বায়োমেডিকেল সেন্টার। তবে সে ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে।

শনিবারের টিকা তৈরি যাবতীয় উপকরণ চীন থেকে ব্রাজিলে আসার কথা থাকলেও রফতানি সংক্রান্ত লাইসেন্স না মেলায় এই মুহূর্তে সেই উপাদান ব্রাজিল এসে পৌঁছয়নি। ফলে টিকা তৈরীর ক্ষেত্রে বিলম্ব হতে পারে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/westbengal-assembly-election-nadda-westbengal-visitjagdeep-dhankar-meets-amit-shah/

তাই ভারতের কাছে আপাতভাবে জরুরী কালীন তৎপরতায় কুড়ি লক্ষ টাকার ঠিক আছে অনুরোধ চিঠি লিখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

শনিবারই ভারত বায়োটেকের করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। শুরু থেকেই আশা দেখিয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে নিয়ন্ত্রিত জরুরী ব্যবহারের জন্য এই টিকাকে ছাড়পত্র সুপারিশ করা হয়। শনিবার সমস্ত তথ্য জমা দেওয়ার পরেই ছাড়পত্র দিল ডিসিজিআই।

সম্পর্কিত পোস্ট