দিল্লি বিমানবন্দরে Al Qaeda হুমকি, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি বিমানবন্দরে Al Qaeda হুমকি । দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা আছে (Bomb Threat In Delhi Airport)।
স্বাধীনতা দিবসের আগেই উড়ো ইমেইলে এমনই হুমকি এল। শনিবার রাতে একটি ইমেইল মারফত দিল্লি বিমানবন্দরে বোমা বিস্ফোরণের কথা জানানো হয়।
ইমেইলটি পাঠানো হয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়দার (Al Qaeda ) তরফে। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।
দিল্লি বিমানবন্দরে Al Qaeda হুমকি ।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানীতে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর সহ দিল্লির হাইপ্রোফাইল একাধিক এলাকা।
বিমানবন্দরের তরফে জানানো হয়েছে চিরুনি তল্লাশির পর বোমা পাওয়া যায়নি। বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিকে চলে যেতে বলা হয়েছে।
যদিও নজরদারি চলছে বলে জানানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা।
ত্রিপুরায় অভিষেক, শেষ রক্তবিন্দু দিয়ে চলবে লড়াই, আগরতলায় নেমেই বিপ্লব সরকারকে হুঁশিয়ারী
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার কন্ট্রোল রুমে একটি হুমকি ইমেইল আসে। সেখানে লেখা ছিল আল কায়দা বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছে।
কর্ণবীর সুরী ওরফে মহম্মদ জালাল ও তাঁর স্ত্রী শেলী সারদা ওরফে হাসিনা রবিবার সিঙ্গাপুর থেকে দিল্লি আসছেন।
আগামী তিন দিনের মধ্যে তাঁরা বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছেন।
দিল্লি পুলিশ (Delhi police) জানিয়েছে, এর আগেও দুজনের নামে অনেক জায়গায় হুমকি ইমেইল করা হয়েছে। বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না তারা।
নিরাপত্তার যাতে কোনো গাফিলতি না হয় কড়া নজরদারি চলছে। বিমানবন্দরে প্রবেশ এবং প্রস্থানের দরজায় অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে।
আল-কায়েদার নামে এই ইমেইল কে করল? তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। একই ব্যক্তিদের নামে বারবার কেন আসছে ইমেইল? আসলে তাদের পরিচয় কি? গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।