মতুয়ারা এবারেও বিজেপির পাশে থাকবেন? শান্তনুর বিদ্রোহের পর আশঙ্কায় গেরুয়া শিবির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি এখনও পর্যন্ত কলকাতায় তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু কলকাতার আশে পাশের বেশ কয়েকটি জেলায় ১৯ এর লোকসভা নির্বাচনে তারা অভাবনীয় সাফল্য পায়। কারণ খুঁজতে বসে দেখা যায় মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে একচেটিয়া তাদের ভোট আদায় করে নিয়েছে গেরুয়া শিবির।

একুশের বিধানসভা নির্বাচনেও মোটামুটিভাবে সেই সমর্থন ধরে রাখতে পেরেছিল তারা। কিন্তু গত এক বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পুরভোটের ফল বেরোতেই দেখা যা বনগাঁ ও নদিয়ার মতুয়া প্রভাবিত পুরসভাগুলিতে বিজেপি উড়ে গিয়েছে গেরুয়া ঝড়ে।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পর থেকেই বিজেপির মতুয়া সমাজের মুখ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠারে ঠারে বুঝিয়ে দেন মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছে গেরুয়া শিবির। এরই মাঝে বিজেপির সাংগঠনিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলে শান্তনুর ক্ষোভ তুঙ্গে ওঠে।

Anis Khan Postmortem : আনিসের দ্বিতীয় ময়নাতদন্তে আদৌ কোন‌ও লাভ হবে?

বিজেপির মতুয়া বিধায়করা শান্তনুর নেতৃত্বে বিদ্রোহ পর্যন্ত করেছিল। যদিও প্রকাশ্যে সেই বিদ্রোহের আঁচ কমেছে। তবে সূত্রের খবর ধিকি ধিকি ক্ষোভের আগুন জ্বলছেই। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার মতুয়া প্রভাবিত বনগাঁ মহকুমা ও নদিয়া জেলার পুরসভাগুলিতে ভোট প্রচারে দেখা যায়নি শান্তনু ঠাকুরকে। রাজ্যে যখন পুরভোটের জোরকদমে প্রচার পর্ব চলছে তখন দিল্লিতে চলে যান শান্তনু।

এই পরিস্থিতিতে বনগাঁ ও নদিয়ার মতুয়া প্রভাবিত এলাকাগুলোতে বিজেপির বিধায়ক থাকলেও পুরভোটে দল আদৌ কিছু করে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ভোটের ফলাফলে যার ছাপ পড়ল স্পষ্ট। শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্যাপক দাপট তো আছেই।

পাশাপাশি নদিয়ায় ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল সিপিএমও। সব মিলিয়ে মতুয়া প্রভাবিত এলাকায় পুরভোটে ভালো ফল না করতে পারায় শঙ্কিত গেরুয়া শিবির।

সম্পর্কিত পোস্ট