দুটি ফোন নম্বর ব্লক করে দেওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি বিধায়ক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে দুরত্ব বেড়ে চলেছিল বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের। আচমকাই বিজেপি বিধায়কের দুটি নম্বর বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে ঘটনাটি প্রকাশ্যে আনেন বিজেপি বিধায়ক।

অভিযোগ, গত ২৪ তারিখ রাত ৮ টা ২০ নাগাদ হঠাৎই তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়া হয়। রাস্তায় ফেরার সময় তাঁর ওপর আক্রমণ হত বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকি এবিষয়ে সন্দেহ প্রকাশ করে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিধায়ক বিশ্বজিৎ দাস।

এবিষয়ে ভোডাফোন এবং বিএসএনএল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাঁরা জানিয়েছেন, একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়েছিল বিশ্বজিৎ দাসের ফোন হারিয়ে গেছে। সেই কারণেই সিম বন্ধ করে দেওয়া হয়েছিল।

কে বা কারা ফোন করে বিধায়কের দুটি সিম বন্ধ করার কথা জানিয়েছিলেন সেবিষয়ে কিছু জানা যায়নি। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এমনটাই অভিযোগ বনগাঁর বিজেপি বিধায়কের।

বুদ্ধবাবুর অপেক্ষায় ব্রিগেডের দিকে চেয়ে বাম কর্মী সমর্থকরা

যদিও ভোটের আগে বনগাঁর বিজেপি বিধায়ককে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা কম হয়নি। বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করেন তিনি। আবার কখনও সাংসদ শান্তনু ঠাকুরের ওপর ক্ষোভ উগরে দেন তিনি।

যদিও এরই মধ্যে তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিশ্বজিৎ দাস। বিজেপিতে থেকে কাজ করতে চান বলে স্পষ্ট করেছেন তিনি। বিধায়কের দুটি ফোন নম্বর ফের ব্লক হয়ে যাওয়ার পর শুরু হয়েছে জল্পনা। ভোটের আগে এধরনের ঘটনাকে কেন্দ্রও করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সম্পর্কিত পোস্ট