Tokyo Olympics: ব্রোঞ্জেই থেমে গেল লভলিনার পদক যাত্রা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অলিম্পিকের মঞ্চ থেকে দেশকে বক্সিংয়ের পদক নিশ্চিত করে আগেই ইতিহাস সৃষ্টি করেছেন আসামের ২৩ বছরের লভলিনা বরগোঁহাই। টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন ৯ জন ভারতীয় বক্সার। পদক অর্জন করতে পেরেছেন মাত্র একজনই, মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগের লভলিনা।
নিজের প্রথম অলিম্পিকের প্রথম ম্যাচেই জার্মানীর নাদিন আপ্টেজকে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চেন নিয়েন চিনক। কঠিন প্রতিপক্ষের চ্যালেঞ্জ উড়িয়ে পৌঁছান শেষ চারে।
মেয়েদের ওয়েল্টারওয়েট বিভাগে পদক নিশ্চিত করে লভলিনা সন্তুষ্ট ছিলেন না। স্পষ্ট জানান লক্ষ্য সোনা। লভলিনা জায়গা করতে পারলেননা ফাইনালে। শেষ চারে লভলিনা মুখোমুখি হন বিশ্বের এক নম্বর তুরস্কের বুশেনাজ। সেমিফাইনালে হারলেন ৫-০।
বাংলাদেশে বাড়ছে করোনা, টিকা ছাড়া রাস্তায় বেরোলেই ‘অপরাধ’, হবে শাস্তি
ম্যাচের শুরু ভালো হয়নি লভলিনার। বুশেনাজের বিরুদ্ধে নিজের উচ্চতাকে কাজে লাগাতে পারেননি ভারতীয় বক্সার। প্রথম বাউটের শেষ ৩০ সেকেন্ডে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে বিচারকদের সর্বসম্মত রায় নিজের পক্ষে নিয়ে নেন তুর্কীর বক্সার।
দ্বিতীয় রাউন্ডেও ম্যাচে ফিরতে পারেননি ভারতীয় বক্সার। সর্বসম্মত রায় যায় বুশেনাজের পক্ষে। ম্যাচ জিততে তৃতীয় রাউন্ডে মিরাক্যাল ঘটাতে হত লভলিনাকে। তা সম্ভব হয়নি।