Breaking News : অধীর চৌধুরীই পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। গত ৩০ শে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন্দ্রনাথ মিত্র পরলোক গমন করলে ওই পদে নতুন করে নিয়োগ এর প্রয়োজন হয়।

কিন্তু সোমেনবাবুর মৃত্যুজনিত শোক, সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে দলের সর্বভারতীয় কিছু নেতার লেখা চিঠিকে কেন্দ্র করে এআইসিসির সভা ও রাজস্থান সংকট ও তার সমাধান করা ইত্যাদি নানা কারণে নতুন প্রদেশ সভাপতি নিয়োগ নিয়ে দেরী হচ্ছিলো।

এরপর গত ৩১ শে আগষ্ট প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রাক্তন জাতীয় কংগ্রেস নেতা প্রণব মুখার্জির মৃত্যুজনিত শোকের কারণে সভাপতির নাম ঘোষণায় আরও দেরী হলো। যেহেতু ৬ই সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় শোক চলবে তাই ওইদিন পর্যন্ত নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবেনা।

তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, একসপ্তাহের বেশী সময় আগেই পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ সভাপতির নাম নিয়ে সিদ্ধান্ত এবং তার নিয়োগ পত্র তৈরী হয়েই আছে। এখন অপেক্ষা শুধু সেই নাম ঘোষণার।

এবার যিনি সভাপতি হচ্ছেন বলে জানা যাচ্ছে, তিনি হলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম নেতা, লোকসভায় বিরোধী দলনেতা ও পিএসি কমিটির চেয়ারম্যান এবং বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

এর ফলে পশ্চিমবঙ্গে ডাকাবুকো নেতা হিসাবে পরিচিত অধীরবাবুর হাত আবারও মুর্শিদাবাদ থেকে সারা বাংলা জুড়ে প্রসারিত হবে এবং আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচন তাঁর নেতৃত্বেই হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/firhad-attacked-dilip-about-corona-issue

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক পার্থ প্রতীম বিশ্বাস জানান, “আপনার মুখে এই খবরটা পেযে খুশি হলাম। অধীরদা আগেও প্রদেশ সভাপতি ছিলেন ফলে তাঁর রাজ্য চালানোর যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই মুহুর্তে সারা রাজ্যে ওনার জনপ্রিয়তাও তুঙ্গে। ফলে উনি সভাপতি হিসাবে নিয়োগ হলে সেটা দলকে যথেষ্টই চাঙা করবে। সারা রাজ্যে দলীয় কর্মীরা আবারও উৎসাহ নিয়ে দলীয় কাজে নেমে পড়বেন। তাছাড়া, এতদিন পর্যন্ত দলে যে সমস্ত নেতার নামে গ্রুপ চলতো তাদের কেউই এখন আর জীবিত নেই। ফলে যিনিই সভাপতি নির্বাচিত হয়ে আসবেন, বাংলার কংগ্রেস কর্মীদের কাছে তিনিই রাজ্যের সর্বোচ্চ নেতা।”

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় কর্মীরা নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম শোনার অপেক্ষায় আছেন। হয়তো আরও ৪৮ বা ৭২ ঘন্টার অপেক্ষা। তারপর দীর্ঘ একমাস সাতদিন ফাঁকা থাকা প্রদেশ সভাপতির আসনে বসবেন কংগ্রেস কর্মীদের কাছে রবিনহুড নামে পরিচিত সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

সম্পর্কিত পোস্ট