BS Yeddyurappa : ইয়েদ্দুরাপ্পা হঠাৎই মুসলিম দরদী, কর্নাটকে বিপাকে বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী বছর কর্নাটকের (Karnataka) বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই ঘর সাজাতে শুরু করেছে বিজেপি। রাজ্যে তাদের অবস্থা বিশেষ ভালো নয়। বিভিন্ন স্থানীয় নির্বাচনে তা ভালোই টের পেয়েছে বিজেপি সরকার।

এই পরিস্থিতিতে চিরাচরিত ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করছে তারা। ইতিমধ্যেই হিজাব, আজানের পর সে রাজ্যের যেকোনও হিন্দু মেলায় মুসলিম ব্যবসায়ীদের প্রবেশ নিষিদ্ধ করে সম্প্রীতির পরিবেশ একেবারে নষ্ট করে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদ্দুরাপ্পার (BS Yeddyurappa) মন্তব্য গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াল।

দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ইয়েদ্দুরাপ্পা। সেই তিনি বলেন, কর্ণাটকের মুসলিমদের শান্তিতে থাকতে দেওয়া হোক। তাদের সঙ্গে যা হচ্ছে তা মোটেও ভালো নয়। রাজ্য সরকারের উচিৎ মুসলিমদের নিরাপত্তার দিকে পর্যাপ্ত নজর দেওয়া।

ইয়েদ্দুরাপ্পা কট্টর হিন্দুত্ববাদী (Extrime Hinduism) রাজনীতিবিদ বলেই কর্নাটকে পরিচিত। সেই তিনি এইভাবে মুসলিমদের পক্ষ নেওয়ায় বিজেপির চিন্তা বেড়েছে। কারণ বয়স হলেও তাঁর সামান্য বিরোধিতায় কর্নাটকে হার নিশ্চিত হয়ে যেতে যে পারে তা বিজেপি অতীতে টের পেয়েছে।

Lakhsmi Bhandar প্রকল্পের আওতায় আরও ২৩ লক্ষ,

BS Yeddyurappa

২০১৮ এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছিল। জেডি(এস) এর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে কংগ্রেস। মূলত ইয়েদ্দুরাপ্পার হাতযশেই কংগ্রেস ও জেঠি(এস) এ ভাঙন ধরিয়ে ফের ক্ষমতা দখল করে বিজেপি। সেই তাঁকেই আবার দলীয় অন্তর্দ্বন্দ্বের জন্য মুখ্যমন্ত্রীর গদি ছাড়তে হয়। ফলে ইয়েদ্দুরাপ্পার ক্ষোভ থাকাটাই স্বাভাবিক।

এদিকে দক্ষিণের রাজ্যটির অতি প্রভাবশালী লিঙ্গায়েত ভোট মোটামুটি ইয়েদ্দুরাপ্পার অঙ্গুলিহেলনে পরিচালিত হয়। আগামী বিধানসভা নির্বাচনের আগে ইয়েদ্দুরাপ্পা যদি বেঁকে বসেন বা তার নিজস্ব অনুগামীদের আলাদা করে ভোটে দাঁড় করান তবে বিজেপির হার সুনিশ্চিত হয়ে যাবে বলে মনে করছে সে রাজ্যের রাজনৈতিক মহল।

এদিকে ইয়েদ্দুরাপ্পা মুসলিমদের পক্ষে মুখ খোলায় নড়েচড়ে বসেছে কর্ণাটক সরকার। বিজেপির মন্ত্রীরা একপ্রকার বাধ্য হয়ে মুসলিমদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিতে শুরু করেছেন।

সম্পর্কিত পোস্ট