টানা এক মাস একেবারে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার ! চমক দিচ্ছে BSNL
টানা এক মাস একেবারে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ২০২৫ সাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই সুখবর দিল টেলিকম সংস্থা BSNL। ২০২৪-ই কার্যত ঘুরে দাঁড়িয়েছে এই সংস্থা। জিও বা এয়ারটেলের মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলে দিয়ে তারা গ্রাহক সংখ্যাও বাড়িয়েছে।
BSNL-এর ‘ফাইবার বেসিক’ নামে আরও একটি প্ল্যান রয়েছে। এর দাম ৪৯৯ টাকা। এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ৫০ মেগাবাইট স্পিডের ইন্টারনেট পাবেন। অফারটি ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাচ্ছে। BSNL-এ ৪৪৯ টাকায় একটি দুর্দান্ত ব্রডব্যান্ড প্ল্যানের অফার এনেছে। এই প্ল্যানের নাম ‘ফাইবার বেসিক নিও’। এতে অনেক দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ৩০ মেগাবাইট গতি থাকবে, ফলে আপনি চাইলে এক মাসে ৩৩০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ দৈনিক ১০০ জিবি-র বেশি।
‘ফাইবার বেসিক নিও’ বা ‘ফাইবার বেসিক’ প্ল্যানে বিনামূল্যে এক মাসের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু একটাই শর্ত। এই অফারের সুবিধা পেতে, আপনাকে অন্তত তিন মাসের জন্য এই প্ল্যানটি নিতে হবে। এই অফারটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ। আপনি যদি BSNL-এর ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার করেন এই সুযোগ পাবেন। উৎসব উপলক্ষে এই অফার দেওয়া হচ্ছে।