হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন উডল্যান্ড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার শারীরিক অবনতির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর দেড়টা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

তাঁর শ্বাসকষ্ট বেড়েছে বলে জানা যাচ্ছে। রক্তে অক্সিজেনের মাত্রা ৭০ এর কাছাকাছি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছেন তিনি। এই মুহুর্তে পাওয়া খবর অনুযায়ী বুদ্ধবাবুর চেস্ট এক্স রে করা হয়েছে।  হাসপাতালে আনার পর করোনা পরীক্ষা করা হয়েছে। এখন আইসিইউ তে ভর্তি রয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসেই শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । শারীরিক অবস্থার উন্নতির পরেই বাড়ি ফেরেন বাম নেতা। বুধবার দুপুরে ফের বুদ্ধবার শারীরিক অবনতির খবর প্রকাশ্যে আসার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনায় রত রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট