শুরু সংসদের বাজেট অধিবেশন, গণতন্ত্র দিবসের দিন লালকেল্লার ঘটনা দুর্ভাগ্যজনক- মন্তব্য রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হল সংসদের এ বছরের প্রথম বাজেট অধিবেশন। সংসদে পা রেখেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন,"নতুন দশকের প্রথম অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার। আজ সংসদে আলোচনার মাধ্যমে উঠে আসুক ইতিবাচক চিন্তাভাবনা।"
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহা এবং কৃষক বিক্ষোভের গনগনে আঁচের মাঝেই শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশন চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হল সংসদের এ বছরের প্রথম বাজেট অধিবেশন। সংসদে পা রেখেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন,”নতুন দশকের প্রথম অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার। আজ সংসদে আলোচনার মাধ্যমে উঠে আসুক ইতিবাচক চিন্তাভাবনা।”
বছরের প্রথমেই রামনাথ কোবিন্দ বলেন, করোনা মহামারীর যুগে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই বছর আমরা ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরে পা রাখছি।
তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের করোনা কালে গৃহীত যথাযথ সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ দেশবাসী মহামারীর হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমানে করোনা রোগীরা দ্রুত সংক্রমণের হাত থেকে সুস্থ হয়ে উঠছেন। আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি।”
করোনা কালে কেন্দ্রীয় সরকার আমজনতার পাশে থেকে যে খাদ্য শস্য বন্টন করেছে তার খতিয়ান তুলে ধরেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৮মাসে ৮০ কোটি মানুষকে ৫ কেজি অতিরিক্ত শস্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সরকার পরিযায়ী শ্রমিক, কারিগর, কৃষক- প্রত্যেকের বিষয়ে নতুন নতুন চিন্তা ভাবনা করছে।”
তিনি বলেন, একইসঙ্গে উন্নত করার চেষ্টা হচ্ছে গ্রাম্য জীবন যাত্রার মান এটাই আমাদের সরকারের অগ্রাধিকার। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন ২০১৪ সাল থেকে দরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা দু’কোটি বাড়ির কথা। ২০২২ সালে প্রতিটি দরিদ্রের বাড়িতে নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ দ্রুত সম্পন্ন করার কথা চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।
ভাল আছেন মহারাজ, দু-একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে
রাষ্ট্রপতির এদিনের ভাষণে উঠে আসে কৃষকদের লালকেল্লা অভিযানের ঘটনা। তিনি বলেন, “গণতন্ত্র দিবসের দিন এই অপমান অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেয় একই সঙ্গে আমাদের শেখায় কিভাবে গুরুত্ব দিয়ে আইন কে অনুসরণ করতে হবে।”
আগামী দিনে স্বনির্ভর ভারতে মহিলা উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি> তাঁর কথায়, “আমার সরকার মহিলাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখনো পর্যন্ত ২৫ কোটি লোন নেওয়া হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ মহিলা উদ্যোক্তারাই রয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন ভারতের আধুনিক প্রযুক্তির বিকাশ এবং প্রত্যেক ভারতীয়দের কাছে আধুনিক প্রযুক্তির সহজ ব্যবহার স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। গত বছরের ডিসেম্বরে ইউপিআই থেকে ৪ লাখ কোটি ডিজিটাল লেনদেন হয়েছে। আজ দেশের ২০০ টিরও বেশী ব্যাংক ইউপিআই সিস্টেমের সঙ্গে যুক্ত বলেও জানান।
তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য সরকারের চিন্তাভাবনা এদিন পেশ করেন রাষ্ট্রপতি। তাঁর কথায় প্রতিবন্ধীদের কষ্ট কমাতে দেশজুড়ে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আরও উন্নতকরনের চেষ্টা চলছে। একইসঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের অনেক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। চালু করা হয়েছে ট্রান্সজেন্ডার পার্সন অ্যাক্ট।
এদিন তাঁর ভাষণে উঠে আসে জম্মু-কাশ্মীরের নির্বাচন প্রসঙ্গ। স্বাধীনতার পর প্রথম বার জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সাফল্যের অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।এদিন উঠে আসে রাম মন্দিরের প্রসঙ্গও।
৫ তারিখ রাজ্যে শুরু বাজেট অধিবেশন
উল্লেখ্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ভাষণ শেষ করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি গানের মাধ্যমে। এ রাজ্যের বুকে এসে যখন রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির নেতৃত্বরা ভুল তথ্য প্রকাশ করেছেন ঠিক তখনই সংসদে রবি ঠাকুরের দাদার গানের মাধ্যমে ভাষণ শেষ নিঃসন্দেহে সেই ক্ষতে প্রলেপ দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
উল্লেখ্য কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং কেন্দ্র সরকারের প্রতি প্রতিবাদ জানিয়ে ১৭ টি বিরোধী দল আজ রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেন।
করোনা পরিস্থিতিতে এবারের অধিবেশনে অবলম্বন করা হয়েছে একাধিক সাবধানতা। করোনার কারণে এবার প্রথম রাজ্যসভা ও লোকসভার সদস্যরা তিনটি পৃথক জায়গায় বসছেন। সংসদে ঢোকার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে।