বর্ধমানের বিজেপি কর্মী নারায়ণ দে-র মৃ্ত্যুর তদন্তে সিবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের পরদিন অর্থাৎ ১৮ এপ্রিল তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হন নারায়ণচন্দ্র দে। তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন বলে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে। পেশায় ছিলেন টোটোচালক।

পরিবারের দাবি, ভোটের পরেরদিন দুপুরে টোটো নিয়ে ফেরার সময়ে রাস্তায় তাকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থল থেকেই পুলিশ গ্রেফতার করে নারায়ণবাবুকে। তিনদিন পর জামিন পেয়ে তিনি বাড়ি ফেরেন।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হয়ে তিনি ৬ মে মারা যান। শুক্রবার দুপুরে বর্ধমান পৌরসভায় যায় সিবিআইয়ের প্রতিনিধি দল। বর্ধমানের বিজেপি কর্মী নারায়ণ দের খুনে সিবিআই আগেই মামলা করেছিল।

WB By-election 2021: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাত শান্তিপূর্ণ ভাবে ৩ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

গত বুধবার দুপুরে খুন হওয়া কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল। নিহত বিজেপি কর্মীর স্ত্রী ও শ্বশুরের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা।

তাদেরকে জিজ্ঞাসাবাদের করে মৃত্যুর কারণ ও সময় জানার পর এদিন দুপুরে পুরসভায় ডেথ সার্টিফিকেট বিভাগে যান সিবিআই অধিকারিকরা। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহুর সাথে সঙ্গে কথা বলেন।

অমিতবাবু বলেন, একজনের ডেথ সার্টিফিকেটের ব্যাপারে কিছু বিষয় জানতে চেয়ে সিবিআই একটি চিঠি দিয়েছে। যেহেতু বিষয়টি তদন্তধীন, তাই এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে। এর বেশি কিছু জানানো যাবে না।

সম্পর্কিত পোস্ট