ফুটপাত জুড়ে ব্যবসা, যানজট এড়াতে বিশেষ অভিযানে ব্যবসায়ী সমিতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাস্তা দখল করে দোকান সাজিয়ে বিক্রি-বাট্টা পুরোনো রেওয়াজ। তবে ঘিঞ্জি এলাকা হলে তাতে প্রায়শই সমস্যার সম্মুখীন হতে হয় পথচলতি মানুষদের। সম্প্রতি, এমনই ঘটনার প্রতিদিনের সাক্ষী শিলিগুড়ি বিধান মার্কেট।

দোকানের বাইরে রাস্তার ওপরেই নামিয়ে রাখা হয় জিনিসপত্র। ফলে অবরুদ্ধ হয়ে পড়ছে ফুটপাথের একাংশ।  ঘন-জনবসতিপূর্ণ এলাকায় তৈরী হচ্ছে যানজট।

এই রাস্তা দখল রুখতে সোমবার বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির তরফে এক বিশেষ অভিযান চালানো হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা জানান, প্রায় মাসখানেক আগেই ব্যবসায়ীদের সাবধান করা হয়েছিল,যাতে তারা রাস্তা দখল করে ব্যবসা না করেন। দোকানের জিনিস রাস্তায় না রাখেন, সে বিষয়ে সতর্ক করা হয়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shiv-sena-has-decided-to-contest-more-than-100-seats-in-the-assembly-westbengal/

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না ব্যবসায়ীদের তরফে। যার ফলে সোমবার অভিযানে বেরোন তারা। অভিযানে নেমে রাস্তার দুইপাশ থেকে সরিয়ে দেওয়া হয় সমস্ত জিনিসপত্র। পাশাপাশি ব্যবসায়ীদের সাবধানও করা হয় এদিন। আগামী যাতে এই ঘটনা না ঘটে সেবিষয়ে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে শিলিগুড়ি বিধান মার্কেটের এক ব্যবসায়ী অরূপ নন্দী জানান, ব্যবসায়ী সমিতির তরফে নেওয়া এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর ফলে যানযটের পরিমান অনেকটা কমবে। তারা চেষ্টা করবেন যাতে রাস্তাকে এভাবেই ফাঁকা রাখা যায়।

শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের তরফে নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

(শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্তের রিপোর্ট)

সম্পর্কিত পোস্ট