দেশজুড়ে উপনির্বাচন, কোন রাজ্যে এগিয়ে কোন দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার ১৩ টি রাজ্যের ৩ টি লোকসভা এবং ২৯ টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন৷ কোথায় এগিয়ে কোন দল? রইল এক নজর…
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হিমাচল প্রদেশে বিজেপি প্রার্থী ব্রিগেডিয়ার কুশল ঠাকুরকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। মধ্যপ্রদেশের খাণ্ডোয়া আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী জ্ঞানেশ্বর পাটিল। দাদরা এবং নগর হাভেলি কেন্দ্রে এগিয়ে রয়েছে শিবসেনা।
অসমে পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই এগিয়ে বিজেপি। বাকি দুটি আসন রয়েছে বিজেপির জোট সঙ্গী ইউপিপিএলের দখলে। মেঘালয়ের একটি আসনে এগিয়ে ইউডিপি। অন্য একটি আসনে জয়লাভ করেছে এনপিপি। মিজোরামে একটি আসনে এগিয়ে এমএনএফ৷
বিহারের দুটি আসনেই এগিয়ে নীতিশ কুমারের জেডিইউ। উপনির্বাচনের আগে এই দুটি আসন ছিল জেডিইউয়ের দখলেই। পশ্চিমবঙ্গের চারটি আসনে জয়কাভ করেছে তৃণমূল। এর আগে দুটি আসন ছিল বিজেপির দখলে। রাজস্থানে দুটি আসনেই এগিয়ে কংগ্রেস। হরিয়ানায় এগিয়ে আইএনএলডি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর কর্ণাটকে বিরাট সাফল্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের। উপনির্বাচনের দুটি আসনেই এগিয়ে গেরুয়া শিবির।