TMC in Election Commission: দ্রুত উপনির্বাচন চেয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল প্রতিনিধি দল। মোট ছয়জন থাকছেন এই দলে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন সুখেন্দুশেখর রায়,সৌগত রায় সহ ৬জন।

তৃণমূলের দাবি যত দ্রুত সম্ভব এই সাতটি উপনির্বাচন শেষ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন সাতদিন সময়সীমা প্রচারের জন্য দেওয়া হোক। একদিনে এই সাতটি কেন্দ্রের নির্বাচন হোক। কোভিড বিধি মেনে গোটা প্রক্রিয়া পরিচালনা করার আর্জি জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।একটি আবেদনপত্রে সংক্ষিপ্ত আকারে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে।

২০২১ র বিধানসভা নির্বাচনের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখ সমরে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ভবানীপুরে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

করোনা পরিস্থিতিতে এখনই উপনির্বাচন চাইছে না বিজেপি। শুধু তাই নয় বিধানসভায় বিধান পরিষদ গঠন নিয়ে সরকার পক্ষের তুমুল বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই বাকি রয়েছে পৌরসভা নির্বাচনও। তাই কোনভাবেই দেরি করতে চাইছেনা শাসক শিবির। ইতিমধ্যেই কলকাতাসহ শতাধিক পুরসভায় বকেয়া নির্বাচন করানোর দাবিতে সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে বামেরা।

সম্পর্কিত পোস্ট