এনআরসির প্রতিবাদ এবার পিকনিকেও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে এনআরসি, সিএএ এবং এনপিআর এর প্রতিবাদে শামিল হয়েছে গোটা দেশ। এবার প্রতিবাদের ভাষা চড়ুইভাতির পরিবেশেও।
আনন্দ , হই হল্লোর এর মাঝেই প্রতিবাদ এর ব্যানার হাতে সবাই , খুদে থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই। শনিবার এই অভিনব , ব্যতিক্রমী পিকনিক হয়ে গেলো উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদুতে।
ভাবনায় উত্তর ২৪ পরগনা তৃণমূলের শিক্ষক এসোসিয়েশন এর সেক্রেটারি শ্রী ইন্দ্রজিৎ সরকার। রাজনীতির ময়দানে এই প্রতিবাদ দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন , কিন্তু পিকনিক স্পটে এই প্রতিবাদ প্রথম। কেষ্টপুর পিকনিক লাভার্স এর এই অরাজনৈতিক প্রতিবাদে সঙ্গী হলেন আইএনটিইউসির দেজ মেডিকেল এর সেক্রেটারি অমিতাভ ঘোষ , এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এর ২৪ নম্বর ওয়ার্ডের কর্মীরা।
ছিলেন প্রচুর মহিলারা , সঙ্গে শিশুরাও। এই ভাবেই অভিনব , ব্যতিক্রমী অরাজনৈতিক প্রতিবাদ হয়ে গেলো বাদুড় দে গার্ডেন বাগানবাড়িতে।