ঘরছাড়াদের ফেরাতে কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে সমালোচনা হয়েছে তীব্র। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বহু মানুষ। এবার ঘরছাড়াদের বাড়ি ফেরাতে তিন সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। ঘরছাড়াদের বাড়ি ফেরাতে মঙ্গলবার আদালতের কাছে তালিকা জমা দেবে ওই কমিটি।
ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ সোমবার তা নিয়ে হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়৷ প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা গড়ায়।
সোমবার অভিযোগকারীর পক্ষে সওয়াল জবাব করেন এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তিনি বলেন, ভোটের পর রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনার জেরে বহু মানুষ ঘরছাড়া। তাঁর বিধানসভা এলাকাতেও বহু মানুষ ঘরছাড়া রয়েছেন। এমনকি তিনি যে বিধানসভাতে প্রার্থী ছিলেন সেই বিধানসভার অনেকেই ঘরছাড়া বলেই দাবী করেন তিনি।
এদিন তিন সদস্যের কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট৷ রাজ্য ও কেন্দ্রের মানবধিকার কমিশনের দুই সদস্য এবং রাজ্য লিগাল সার্ভিস কমিশনের একজন। আপাতত এন্টালি বিধানসভার জন্য এই কাজ চলবে বলে জানিয়েছে আদালত।
সারা রাজ্যে ঘরছাড়াদের ফিরিয়ে আনার জন্য দায়িত্ব নেবেন তিনি। সেই লক্ষ্যে আদালত অনেকটা সাহায্য করবে। পরবর্তীকালে সারা রাজ্যে কমিটি গঠন করার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
যদিও আদালতের এই নির্দেশের বিরোধিতা করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। প্রিয়াঙ্কা টিবরেওয়াল যেহেতু একজন বিজেপি প্রার্থী তাই তাঁর তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
রাজ্যসরকারকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৪ জুন।