নন্দীগ্রাম মামলার শুনানী হবে কোন বেঞ্চে? জানা যাবে বুধবার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে অভিযোগ করে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় নির্বাচন কমিশন ও শুভেন্দু অধিকারীকেও সংযুক্ত করা হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের সিদ্ধান্তে বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চকে বেছে নেওয়া হয়।

বিচারপতি হিসাবে নিয়োগ হওয়ার আগে, বিচারপতি কৌশিক চন্দ বিজেপির লিগাল সেলের সদস্য ছিলেন। তিনি বিজেপির হয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে বহু মামলায় অংশ নিয়েছেন। তাই তাঁর এজলাসে এই মামলার শুনানির না হওয়ার জন্য আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি।

একই আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে একটি মামলা দায়ের করা হয়। মামলায় দাবি করা হয় বিচারপতি কৌশিক চন্দর এজলাসে নন্দীগ্রামের মামলার বিচার প্রক্রিয়া চললে তা কখনওই নিরপেক্ষ হবে না।

এই বিষয় নিয়ে দীর্ঘ শুনানি চলে। সওয়াল পর্বে তাঁর বিজেপি ঘনিষ্ঠতার কথা পরোক্ষে স্বীকারও করেন বিচারপতি চন্দ। নন্দীগ্রাম সংক্রান্ত মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে হবে কি না সে বিষয়ে জানা যাবে বুধবার। বেলা ১১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা বিচারপতি কৌশিক চন্দ শুনবেন না শুনবেন না সেবিষয়েই হবে রায়দান।

সম্পর্কিত পোস্ট