ডিজি ও সিপিকে এভাবে ডেকে পাঠানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থীঃ কল্যাণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপি। সেই নিয়ে রিপোর্ট তলব করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেছেন তাতে। আর সেই রিপোর্ট পেয়ে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এরপরেই তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এর জবাব দিলেন।

এদিন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ‘এভাবে তলব করতে পারে না কেন্দ্র’ ।
তাঁর অভিযোগ, ‘নাড্ডা ক্রিমিনালদের সঙ্গে নিয়ে ঘুরেছেন।’ তিনি আরও বলেন, ‘জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকা কারও কনভয়ে অত গাড়ি, মোটরসাইকেল থাকার কথা নয়।’

কল্যান বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘কোনও একটি ঘটনার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্যসচিব এবং ডিজিকে ডাকতে পারে না। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। ভারতের কোনও আইনে এই ভাবে চিঠি দেওয়া যায় না। কী ভাবে কেন্দ্রীয় সরকার এটা করল তার জবাব দিতে হবে।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/to-intensify-protest-farmers-block-delhi-joypur-highway/

সংবিধান উল্লেখ করে আইনজীবী সাংসদ বলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কথা বলার কোনও এক্তিয়ার নেই।’ শ্রীরামপুরের সাংসদ এও বলেন, আইন ভেঙেছেন নাড্ডা।

তাঁর কথায় ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের হয়েছে। একটি মামলা হয়েছে উস্থি থানায়। দুটি ফলতায়। কল্যাণ বলেন, ‘বিজেপি নেতা রাকেশ সিং গাড়ির দরজা খুলে প্ররোচনা তৈরি করেছেন। নাড্ডার কনভয়ে কত র্যা ফ কত এএসপি, কত ডিএসপি, কত কনস্টেবল মোতায়েন ছিল তারও ফিরিস্তি দেন কল্যাণবাবু।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে আক্রমণেরও বিরোধিতাও শোনা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, অভিষেকের বাড়িতে আক্রমণ কাপুরুষতা। দিল্লিতে অভিষেকের বাড়িতে আক্রমণে নিন্দা করি।

এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তিনি বলেন, দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্যাম্পে ৫৬ লক্ষ মানুষ এই ক্যাম্পে গিয়েছেন বলে দাবি করেন তিনি।

সৌগতবাবুর কথায়, ‘দুয়ারে সরকার থেকে নজর ঘুরিয়ে দিতেই ওই ঘটনা ঘটানো হয়েছে।’ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে এবং দিল্লিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোর বাইরে যে ঘটনা ঘটেছে তারও নিন্দা করে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট