৩০ জুন পর্যন্ত জমা দিতে পারবেন 15H,15G ফর্ম
এবার দেশের মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের কর পর্ষদ । করোনার জেরে উৎসে কর কাটা বা টিডিএস বন্ধের আর্জির সময়সীমা বাড়ানো হল ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- নোভেল করোনা ভাইরাসের জেরে বেহাল অর্থনীতি । দেশের আর্থিক ভান্ডারে অক্সিজেন যোগাতে অপ্রাণ চেষ্টা চালাচ্ছে আরবিআই ।
মকুব করা হয়েছে বেশ কিছু ব্যাঙ্কের ইএমআই । এবার দেশের মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের কর পর্ষদ ।
করোনার জেরে উৎসে কর কাটা বা টিডিএস বন্ধের আর্জির সময়সীমা বাড়ানো হল ।
৩০ জুন পর্যন্ত ব্যাঙ্ক, ডাকঘর-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ২০২০-২১ অর্থবর্ষের ১৫এইচ এবং ১৫জি ফর্ম জমা দেওয়া যাবে ।
#CBDT issues orders u/s 119 of IT Act,1961 to mitigate hardships to taxpayers arising out of compliance of TDS/TCS provisions. pic.twitter.com/I6VQUSXf7v
— Digital Filings (@digitalfilings) April 5, 2020
আগের অর্থবর্ষের জন্য যাঁরা ওই ফর্ম জমা দিয়েছেন, তাঁদের সুবিধা বহাল থাকবে জুন পর্যন্ত ।
যাঁদের সুদ ও অন্যান্য সূত্র থেকে মোট বার্ষিক আয় করযোগ্য নয়, তাঁদের টিডিএস না-কাটার জন্য ওই দুই ফর্ম জমা দিতে হয় ।
[ আরও পড়ুন : #Coronavirusআর্থিক মন্দার মুখে সমগ্র বিশ্ব ]
প্রবীণদের ফর্ম ১৫এইচ এবং বাকিদের ১৫জি ।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যাঙ্ক অফিসারদের ইউনিয়ন আইবকের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস বলেন, “স্বল্প সঞ্চয় ও ব্যাঙ্ক আমানতে সুদ কমায় প্রবীণ নাগরিকেরা সমস্যা পড়েছেন। তার উপরে এখনই টিডিএস কাটা হলে তাঁদের সমস্যা আরও বাড়ত।’’
উল্লেখ্য, এর আগেই আয়কর আইনের ৮০সি ধারায় ২০১৯-২০ অর্থবর্ষে পিপিএফ, জীবনবিমার প্রিমিয়াম, ইএলএসএস ইত্যাদি খাতে লগ্নি ।
এছাড়াও ৮০ডি, ৮০জি ধারায় কর ছাড় পাওয়ার জন্য টাকা রাখার শেষ দিন ৩০ জুন পর্যন্ত পিছোনোর কথা জানিয়েছে কেন্দ্র ।
ওই সময় পর্যন্ত পিছিয়েছে ২০১৮-১৯ সালের আয়কর রিটার্ন জমার শেষ দিনও।