বাতিল একাদশ শ্রেণীর পরীক্ষা, নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতির জেরে বাতিল একাদশ শ্রেনীর পরীক্ষা। পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতে পারবে দ্বাদশ শ্রেণীতে। পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিতির জেরে নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্য স্কুলে গিয়ে দিতে হবে না পরীক্ষা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পরিবর্তিত করা হয়েছে। পরীক্ষা হবে, দুপুর ১২ টা থেকে ৩.১৫ পর্যন্ত।

করোনা পরিস্থিতির জেরে আগেই বাতিল করে দেওয়া হয়েছে সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। পিছিয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও।

BREAKING- করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে আংশিক লকডাউন

একাদশ শ্রেণি থেকে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের প্রথম তিন মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করতে হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।

এক নির্দেশিকায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে করো না পরিস্থিতির ওপর সংসদ নিয়মিত নজর রাখছে। প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল হতে পারে। তবে এ বিষয়ে আগে থেকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। কোভিদ পরিস্থিতিতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সম্পর্কিত পোস্ট