টিকা বিভ্রাটে বাতিল কো-উইন অ্যাপ, নাম নথিভুক্ত করা যাবে আরোগ্য সেতু অ্যাপে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড টিকাকরণের ক্ষেত্রে আর থাকছে না কো-উইন অ্যাপ। নতুন সাইটে নাম নথিভুক্ত করতে হবে। একইসঙ্গে জানা গিয়েছে নাম নথিভুক্ত করা যাবে আরোগ্য সেতু অ্যপের মাধ্যমেও।
দ্বিতীয় দিনেও অচল থাকলো করোনা ভ্যাকসিনের টিকাকরণ। কারণ স্তব্ধ হয়ে রইল কো-উইন অ্যাপ। ৯৯৮ সেশন সাইট তৈরি করা হয়েছিল। কাজ করছিল মাত্র ৯৪টি। মঙ্গলবার সকালের পর সেগুলিও অকেজো হয়ে যায়। এ ধরনের সমস্যা হতে পারে তার আঁচ করেই স্বাস্থ্য ভবনের আধিকারিকরা সোমবার গভীর রাত পর্যন্ত নতুন করে সেশন সাইট তৈরি করতে পারেনি।
মঙ্গলবার দুপুর বারোটার পর ৯৪ টি সেশন সাইট বন্ধ হয়ে যায়। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভিড় জমাতে থাকেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। যাদের মধ্যে অনেকেই সোমবারও এসেছিলেন।
কিন্তু পোর্টাল বিভ্রাটে ফিরে যেতে বাধ্য হন তারা। মঙ্গলবার দীর্ঘক্ষন হাসপাতাল চত্বরে অপেক্ষারত অবস্থায় দেখা যায় তাদের। পোর্টাল বিভ্রাটে টিকাকরণে প্রতিদিন ব্যাঘাত ঘটছে।
চা বাগানে পাতা তুলছেন প্রিয়াঙ্কা, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেস নেত্রী
একইসঙ্গে প্রশ্ন উঠছে টিকা না নিয়ে ভোট কর্মীরা কিভাবে নির্বাচনের কাজে অংশ নেবেন। প্রসঙ্গত, সোমবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল টিকাকরণ কে সরলীকরণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কো- উইন অ্যাপ আনা হয়েছিল। সেক্ষেত্রে এত সমস্যা কেন তৈরী হচ্ছে?
উল্লেখ্যা, কো-উইনের বদলে নতুন যে সাইটে নাম নথিভুক্তকরণের কথা বলা হয়েছে অতি দ্রুত সে বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করা হবে কেন্দ্রের তরফে বলে জানা গিয়েছে।